Monday, November 10, 2025

নন্দীগ্রামের গণবিবাহে নবদম্পতিদের উপহার পাঠালেন মমতা

Date:

নন্দীগ্রামে (Nandigram) অনুষ্ঠিত এক গণবিবাহের (Mass wedding) আসরে বর-কনেদের জন্য উপহার (Gift)পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ কনেদের জন্য বেনারসি শাড়ি এবং বরদের হাতে মুখ্যমন্ত্রীর তরফে হাতঘড়ি উপহার দেওয়া হলো৷ নবদম্পতিদের জন্য কলকাতা থেকে মুখ্যমন্ত্রীর উপহার পাঠানোর ঘটনায় সাড়া পড়েছে গোটা এলাকায়৷ প্রসঙ্গত, নন্দীগ্রাম কেন্দ্র থেকে এবারের বিধানসভা নির্বাচনে প্রার্থী হতে পারেন মুখ্যমন্ত্রী৷ তিনি নিজেই এই ইচ্ছা প্রকাশ করেছেন৷

মমতার পাঠানো এই উপহার নিয়ে অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের দুই মন্ত্রী, পুর্ণেন্দু বসু এবং চন্দ্রিমা ভট্টাচার্য এবং বিধায়ক স্মিতা বক্সি৷ নন্দীগ্রাম পল্লী-উৎসব কমিটি এই গণবিবাহের আয়োজক৷ এলাকার তৃণমূল নেতা শেখ সুফিয়ান আয়োজিত এই অনুষ্ঠানে প্রত্যাশিতভাবেই আমন্ত্রণ জানানো হয়নি শুভেন্দু অধিকারীকে৷ দল বদলানোর কারনেই তাঁকে আমন্ত্রন জানাননি উদ্যোক্তারা। মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া উপহারের পাশাপাশি সংগঠনের তরফে নবদম্পতিদের দেওয়া হয় সোনার গহনা, পিতল সামগ্রী, আসবাবপত্রের মতো কিছু উপহার।

এদিকে, নন্দীগ্রাম থেকেই এবারের নির্বাচনে প্রার্থী হচ্ছেন মমতা, এমন ধরে নিয়েই দলনেত্রীকে জেতাতে ভোটের কাজে জোর কদমে নেমে পড়েছেন তৃণমূলের স্থানীয় এবং রাজ্য নেতৃত্ব৷ তৃণমূলের স্থানীয় নেতা শেখ সুফিয়ান বলেছেন, “বাংলার অসহায় মানুষের পাশে বার বার থেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রাম মমতা বন্দ্যোপাধ্যায় হৃদয়ে আছে৷ তাই এখানকার মানুষের সুখে দুঃখে আগেও পাশে ছিলেন, আগামী দিনেও থাকবেন”৷

আরও পড়ুন-বইমেলায় দুই গিল্ড কর্তা, আয়োজন নিয়ে উচ্ছ্বসিত

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version