Wednesday, August 27, 2025

হলদিয়ায় মোদির সভায় আমন্ত্রণ পেলেন তৃণমূলের দিব্যেন্দু, জল্পনা দলবদলের

Date:

আরও এক সাংসদ হয়তো ছাড়তে চলেছেন তৃণমূল৷ অন্তত ঘটনাপ্রবাহ তেমনই বলছে৷

আগামী ৭ ফেব্রুয়ারি হলদিয়ায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷
হলদিয়ায় একাধিক প্রকল্পের সূচনা করবেন প্রধানমন্ত্রী ৷ আর সেই অনুষ্ঠানে তমলুকের তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারীকে (MP Dibyendu Adhikary) আমন্ত্রণ জানালো কেন্দ্রীয় সরকার।

বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikary) ভাই দিব্যেন্দু ইদানিং তৃণমূলের কোনও কর্মসূচিতেই যোগ দেননি৷ এমনকী মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানেও তাঁকে দেখা যায়নি৷ তখন থেকেই জল্পনা তুঙ্গে ছিলো, তাহলে কী শুভেন্দুর দেখানো পথে হেঁটে দিব্যেন্দুও সামিল হবেন গেরুয়া শিবিরে ? দিব্যেন্দু অধিকারীর তরফে এর উথহত্তর না এলেও, একাধিক সভায় শুভেন্দু বলেছেন, “এক ভাই, সৌমেন্দু ইতিমধ্যেই বিজেপিতে যোগ দিয়েছে৷ রামনবমীর আগেই আমার বাড়িতে আরও পদ্ম ফুটবে৷” অধিকারী পরিবারের দুই সাংসদ, শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারীর পদ্মাসনে বসার ইঙ্গিতই দিয়েছেন শুভেন্দু ৷ পাশাপাশি তৃণমূলকে চ্যালেঞ্জ করে শুভেন্দু বলেছিলেন, ফেব্রুয়ারির মাঝামাঝি মুখ্যমন্ত্রীর বাড়িতেও তিনি পদ্মফুল ফোটাবেন৷

আরও পড়ুন- রাজ্য উন্নয়নে সঠিক দায়িত্ব পালন করছে না বলে অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রীর

আগামী ৭ ফেব্রুয়ারি হলদিয়ায় একাধিক প্রকল্পের সূচনা অনুষ্ঠানে শুভেন্দুর ভাই দিব্যেন্দুকে আমন্ত্রণ জানিয়েছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী নিজেই। রাজনৈতিক মহলের ব্যাখ্যা, দিব্যেন্দু অধিকারীর বিজেপি যোগ দেওয়ার প্রবল সম্ভাবনা না থাকলে কেন্দ্রীয় সরকার কিছুতেই একজন তৃণমূল সাংসদকে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতো না৷ ফলে, ফের দিব্যেন্দুর নাম নিয়ে চর্চা শুরু হয়েছে৷

২০১৯-এর লোকসভা নির্বাচনে বাংলার মোট ৪২ আসনের মধ্যে তৃণমূল জিতেছিলো ২২টি আসনে৷ বিজেপি পায় ১৮ আসন৷ বাকি ২টি আসন লাভ করে কংগ্রেস ৷

কিছুদিন আগে অমিত শাহের উপস্থিতিতে বিজেপি-পতাকা হাতে তুলে নেন বর্ধমান-পূর্বের তৃণমূলের সাংসদ সুনীল মণ্ডল৷ এর ফলে তৃণমূলের আসন সংখ্যা কমে দাঁড়ায় ২১, বিজেপির আসন বেড়ে দাঁড়ায় ১৯৷ এবার জল্পনা সত্যি করে দুই অধিকারী, শিশির এবং দিব্যেন্দুও যদি বিজেপিতে নাম লেখান, তাহলে বাংলায় তৃণমূল এবং বিজেপির আসন সংখ্যা দাঁড়াবে যথাক্রমে ১৯ এবং ২১৷

প্রধানমন্ত্রীর কর্মসূচিতে তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী আমন্ত্রণ পাওয়ার পর, ফের নতুনভাবে মাথাচাড়া দিয়েছে দলবদলের জল্পনা৷

আরও পড়ুন- রাম মন্দির নির্মাণে এগিয়ে এলো মুসলিম সম্প্রদায়, ২০ লক্ষ টাকা অনুদান ট্রাস্টকে

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version