Monday, November 10, 2025

মোদির উপস্থিতিতেই তাঁর কড়া সমালোচনায় সুদীপ বন্দ্যোপাধ্যায়

Date:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) পাশে বসে শুনে গেলেন তৃণমূল (TMC) সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee)কীভাবে টানা তাঁর সমালোচনা করে গেলেন৷ সংসদের অধিবেশন ছাড়া বিরোধী দলের কোনও সাংসদ সম্ভবত এমন কাণ্ড ইদানিংকালে ঘটাতে পারেননি৷

নতুন কৃষি আইন (Farm Law) নিয়ে শনিবার ডাকা সর্বদল বৈঠকে নরেন্দ্র মোদির সামনেই দেশের প্রধানমন্ত্রী তথা কেন্দ্রীয় সরকারের কঠোর এবং যুক্তিযুক্ত সমালোচনা করে গেলেন তৃণমূলের সাংসদ তথা লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়।

শনিবারের সর্বদল বৈঠকে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, “এই মুহুর্তে দেশের সামনে সবচেয়ে বড় বিপদ কেন্দ্রের আনা কৃষি আইন। এই আইন নিয়ে প্রধানমন্ত্রীকে ‘সদর্থক’ ভূমিকা নিতে হবে। সুদীপ বলেন, তৃণমূল রাষ্ট্রপতির ভাষণের সমালোচনা করতে চায় না। কিন্তু, যখন ২০টি বিরোধী দল রাষ্ট্রপতির ভাষণ বয়কট করেছে, তখন সরকার এবং প্রধানমন্ত্রীর উচিত বিরোধীদের দৃষ্টিভঙ্গির কথা বিবেচনা করা। লোকসভায় একক সংখ্যাগরিষ্ঠ বলে প্রধানমন্ত্রী কৃষকদের উপর ‘অবিচার’ করতে পারেন না৷ সুদীপ বলেন, তৃণমূল কংগ্রেস নিঃশর্তে বিতর্কিত ওই কৃষি আইন বাতিলের দাবি জানাচ্ছে। তিনি প্রস্তাব দেন, প্রধানমন্ত্রী সংসদীয় নেতাদের পাশাপাশি সমস্ত দলের প্রধান নেতা বা নেত্রীকেও ডাকুন, তাঁদের কথা শুনুন৷ ওই বৈঠকেই কৃষি আইন নিয়ে চুলচেরা আলোচনা হোক। তা হলে গোটা দেশের কাছে ‘বার্তা’ যাবে যে, সরকার তথা প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রক্রিয়া মেনে কাজ করছে।
এদিকে তৃণমূল সূত্রে জানানো হয়েছে, কৃষি আইন বাতিলের দাবিতে রাষ্ট্রপতির ভাষণ বয়কট করলেও তারা লোকসভায় বাজেট ও রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নেবে।

আরও পড়ুন- কেরলের বিরুদ্ধে নামার আগে খারাপ রেফারিং নিয়ে ক্ষোভ প্রকাশ বাগান কোচ হাবাসের

Related articles

গুরুতর অসুস্থ ধর্মেন্দ্র, ভেন্টিলেটর সাপোর্টে বর্ষীয়ান অভিনেতা

গুরুতর অসুস্থ অবস্থায় মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র(Veteran actor Dharmendra)। পরিবার সূত্রে খবর, ভেন্টিলেটর সাপোর্টে...

এক লাফে বেশ কিছুটা বাড়ল বাংলার ডেয়ারির দুধের দাম, একনজরে তালিকা

এক লাফে বেশ কিছুটা বাড়ল বাংলার ডেয়ারির দুধের দাম (Bangla Dairy)। ৫৬ টাকা থেকে ৬০-এ পৌঁছল বাংলার ডেয়ারি...

শেষরক্ষা হল না: মৃত্যু SIR আতঙ্কে বিষপান করা আশার, চিকিৎসাধীন শিশুকন্যা

শেষরক্ষা হল না। মৃত্যু হল SIR আতঙ্কে বিষপান করা ধনিয়াখালির আশা সোরেনের (Asha Soren)। এখনও হাসপাতালে (Hospital) চিকিৎসাধীন...

আছড়ে পড়ল সুপার টাইফুন উ-ওয়ং, ফিলিপিন্সে সুনামির স্মৃতি

প্রবল শক্তিশালী সুপার টাইফুন উ-ওয়ং আছড়ে পড়ল ফিলিপিন্সের অরোরা উপকূলে। রবিবার রাতে এই সুপার টাইফুনের (super typhoon) ল্যান্ডফলের...
Exit mobile version