Friday, August 22, 2025

মোদির উপস্থিতিতেই তাঁর কড়া সমালোচনায় সুদীপ বন্দ্যোপাধ্যায়

Date:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) পাশে বসে শুনে গেলেন তৃণমূল (TMC) সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee)কীভাবে টানা তাঁর সমালোচনা করে গেলেন৷ সংসদের অধিবেশন ছাড়া বিরোধী দলের কোনও সাংসদ সম্ভবত এমন কাণ্ড ইদানিংকালে ঘটাতে পারেননি৷

নতুন কৃষি আইন (Farm Law) নিয়ে শনিবার ডাকা সর্বদল বৈঠকে নরেন্দ্র মোদির সামনেই দেশের প্রধানমন্ত্রী তথা কেন্দ্রীয় সরকারের কঠোর এবং যুক্তিযুক্ত সমালোচনা করে গেলেন তৃণমূলের সাংসদ তথা লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়।

শনিবারের সর্বদল বৈঠকে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, “এই মুহুর্তে দেশের সামনে সবচেয়ে বড় বিপদ কেন্দ্রের আনা কৃষি আইন। এই আইন নিয়ে প্রধানমন্ত্রীকে ‘সদর্থক’ ভূমিকা নিতে হবে। সুদীপ বলেন, তৃণমূল রাষ্ট্রপতির ভাষণের সমালোচনা করতে চায় না। কিন্তু, যখন ২০টি বিরোধী দল রাষ্ট্রপতির ভাষণ বয়কট করেছে, তখন সরকার এবং প্রধানমন্ত্রীর উচিত বিরোধীদের দৃষ্টিভঙ্গির কথা বিবেচনা করা। লোকসভায় একক সংখ্যাগরিষ্ঠ বলে প্রধানমন্ত্রী কৃষকদের উপর ‘অবিচার’ করতে পারেন না৷ সুদীপ বলেন, তৃণমূল কংগ্রেস নিঃশর্তে বিতর্কিত ওই কৃষি আইন বাতিলের দাবি জানাচ্ছে। তিনি প্রস্তাব দেন, প্রধানমন্ত্রী সংসদীয় নেতাদের পাশাপাশি সমস্ত দলের প্রধান নেতা বা নেত্রীকেও ডাকুন, তাঁদের কথা শুনুন৷ ওই বৈঠকেই কৃষি আইন নিয়ে চুলচেরা আলোচনা হোক। তা হলে গোটা দেশের কাছে ‘বার্তা’ যাবে যে, সরকার তথা প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রক্রিয়া মেনে কাজ করছে।
এদিকে তৃণমূল সূত্রে জানানো হয়েছে, কৃষি আইন বাতিলের দাবিতে রাষ্ট্রপতির ভাষণ বয়কট করলেও তারা লোকসভায় বাজেট ও রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নেবে।

আরও পড়ুন- কেরলের বিরুদ্ধে নামার আগে খারাপ রেফারিং নিয়ে ক্ষোভ প্রকাশ বাগান কোচ হাবাসের

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version