Monday, August 25, 2025

বিজেপিতে অরিন্দম শীল! রুদ্রর দাবি ফুৎকারে উড়িয়ে টুইট অভিনেতার

Date:

সম্প্রতি দিল্লিতে অমিত শাহের(Amit Shah) বাড়ি গিয়ে গেরুয়া উত্তরীয় গলায় ঝুলিয়েছেন তৃণমূলের ৬ নেতৃত্ব। যাদের মধ্যে একজন টলিউডের জনপ্রিয় অভিনেতা রুদ্রনীল ঘোষ(Rudranil Ghosh)। তাঁর বিজেপি(BJP) যোগের পর গেরুয়া শিবিরের তরফে দাবি করা হয় রবিবার ডুমুরজলার সভামঞ্চে বিজেপিতে যোগ দিতে চলেছেন টলিউডের একাধিক খ্যাতনামা। যাদের মধ্যে রয়েছেন জনপ্রিয় অভিনেতা অরিন্দম শীলও(Arindam sil)। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অরিন্দম শীলের বিজেপি যোগের কথা প্রকাশ্যে আনেন রুদ্রনীল। তবে রুদ্রনীলের মন্তব্যের পর সেই জল্পনা ফুৎকারে ওড়ালেন অরিন্দম। স্পষ্ট জানিয়ে দিলেন কোনও গুজবের দায়িত্ব নিতে পারবেন না তিনি।

আরও পড়ুন:‘দুয়ারে সরকার’ প্রচারের সময় রক্তাক্ত তৃণমূল কর্মী, অভিযোগের তির বিজেপির দিকে

রবিবার ডুমুরজলা বিজেপির সভা মঞ্চে যাওয়ার পথে সংবাদমাধ্যমের মুখোমুখি হতে রুদ্রনীলকে প্রশ্ন করা হয় ডুমুরজলার মঞ্চে কি অরিন্দম শীল যোগ দিতে চলেছেন? এর উত্তরে রুদ্রনীল দাবি করেন, দলের সঙ্গে তাঁর যা কথা হয়েছে তাতে অরিন্দম শীলের বিজেপি যোগ দেওয়ার কথা রয়েছে আজ। তবে রুদ্রের মন্তব্যের পরই টুইট করে সে দাবিকে কার্যত গুজব বলে উড়িয়ে দিলেন খোদ অরিন্দম শীল। এদিন টুইটে তিনি জানান, ‘আমি শুধুমাত্র সিনেমা বুঝি। আর সেটাই আমি করি যেটা সবচেয়ে ভালো বুঝি। আমি গুজবের দায়িত্ব নিতে পারবোনা রাজনীতিতে যোগ না দিয়েও সামাজিক দায়িত্ব পালন করা যায়। বিশেষ করে আজকের রাজনীতিতে। আমাদের অনেক কিছু করার আছে।’ তার এহেন ট্যুইটের পর এটা কার্যত স্পষ্ট হয়ে যায় যে তিনি কোনওভাবেই বিজেপিতে যোগ দিচ্ছেন না। স্বাভাবিকভাবেই এই ঘটনায় মুখ পড়েছে রাজ্য বিজেপির। শুধু তাই নয় এদিনের সভায় যে একাধিক সিনেমা জগতের ব্যক্তিত্বের যোগ দেওয়ার দাবি করেছিল বিজেপি তাও কার্যত মিথ্যা বলে প্রমাণিত হয়েছে। শুধুমাত্র সদ্য বিজেপিতে যোগ দেওয়া রুদ্রনীল ঘোষ ছাড়া টলিউড জগতের কোনও মুখকেই এদিন ডুমুরজলার সভামঞ্চে দেখা যায়নি।

Related articles

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...
Exit mobile version