Sunday, November 16, 2025

বিজেপিতে অরিন্দম শীল! রুদ্রর দাবি ফুৎকারে উড়িয়ে টুইট অভিনেতার

Date:

সম্প্রতি দিল্লিতে অমিত শাহের(Amit Shah) বাড়ি গিয়ে গেরুয়া উত্তরীয় গলায় ঝুলিয়েছেন তৃণমূলের ৬ নেতৃত্ব। যাদের মধ্যে একজন টলিউডের জনপ্রিয় অভিনেতা রুদ্রনীল ঘোষ(Rudranil Ghosh)। তাঁর বিজেপি(BJP) যোগের পর গেরুয়া শিবিরের তরফে দাবি করা হয় রবিবার ডুমুরজলার সভামঞ্চে বিজেপিতে যোগ দিতে চলেছেন টলিউডের একাধিক খ্যাতনামা। যাদের মধ্যে রয়েছেন জনপ্রিয় অভিনেতা অরিন্দম শীলও(Arindam sil)। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অরিন্দম শীলের বিজেপি যোগের কথা প্রকাশ্যে আনেন রুদ্রনীল। তবে রুদ্রনীলের মন্তব্যের পর সেই জল্পনা ফুৎকারে ওড়ালেন অরিন্দম। স্পষ্ট জানিয়ে দিলেন কোনও গুজবের দায়িত্ব নিতে পারবেন না তিনি।

আরও পড়ুন:‘দুয়ারে সরকার’ প্রচারের সময় রক্তাক্ত তৃণমূল কর্মী, অভিযোগের তির বিজেপির দিকে

রবিবার ডুমুরজলা বিজেপির সভা মঞ্চে যাওয়ার পথে সংবাদমাধ্যমের মুখোমুখি হতে রুদ্রনীলকে প্রশ্ন করা হয় ডুমুরজলার মঞ্চে কি অরিন্দম শীল যোগ দিতে চলেছেন? এর উত্তরে রুদ্রনীল দাবি করেন, দলের সঙ্গে তাঁর যা কথা হয়েছে তাতে অরিন্দম শীলের বিজেপি যোগ দেওয়ার কথা রয়েছে আজ। তবে রুদ্রের মন্তব্যের পরই টুইট করে সে দাবিকে কার্যত গুজব বলে উড়িয়ে দিলেন খোদ অরিন্দম শীল। এদিন টুইটে তিনি জানান, ‘আমি শুধুমাত্র সিনেমা বুঝি। আর সেটাই আমি করি যেটা সবচেয়ে ভালো বুঝি। আমি গুজবের দায়িত্ব নিতে পারবোনা রাজনীতিতে যোগ না দিয়েও সামাজিক দায়িত্ব পালন করা যায়। বিশেষ করে আজকের রাজনীতিতে। আমাদের অনেক কিছু করার আছে।’ তার এহেন ট্যুইটের পর এটা কার্যত স্পষ্ট হয়ে যায় যে তিনি কোনওভাবেই বিজেপিতে যোগ দিচ্ছেন না। স্বাভাবিকভাবেই এই ঘটনায় মুখ পড়েছে রাজ্য বিজেপির। শুধু তাই নয় এদিনের সভায় যে একাধিক সিনেমা জগতের ব্যক্তিত্বের যোগ দেওয়ার দাবি করেছিল বিজেপি তাও কার্যত মিথ্যা বলে প্রমাণিত হয়েছে। শুধুমাত্র সদ্য বিজেপিতে যোগ দেওয়া রুদ্রনীল ঘোষ ছাড়া টলিউড জগতের কোনও মুখকেই এদিন ডুমুরজলার সভামঞ্চে দেখা যায়নি।

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version