Monday, August 25, 2025

দল ভাঙানোয় দাঁড়ি! নির্বাচনের আগে আর কাউকে নেবে না বিজেপি, জানালেন কৈলাস

Date:

বঙ্গ নির্বাচনকে মাথায় রেখে বাংলায় আস্তিন গোটাতে শুরু করেছে গেরুয়া শিবির। এসেছে দলবদলের জোয়ার। দফায় দফায় তৃণমূলসহ একাধিক দলের বহু ঘুটিকে থলেতে পুরেছে বিজেপি। এই তালিকায় সর্বশেষ ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়(Rajib Banerjee) সহ ৬ তৃণমূল নেতা। সম্প্রতি দিল্লিতে গিয়ে অমিত শাহের বাড়িতে বিজেপিতে যোগ দিয়েছেন তারা। তবে নির্বাচনের আগে এবার থলের মুখ বন্ধ করতে চলেছে রাজ্য বিজেপি। অন্তত তেমনটাই দাবি করলেন বঙ্গ বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়(Kailash Vijayvargiya)।

বঙ্গ নির্বাচন প্রসঙ্গে শনিবার দিল্লিতে সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে কৈলাস বিজয়বর্গীয় জানান, ‘নির্বাচনের আগে নতুন করে কাউকে বিজেপিতে যোগদান বন্ধন রাখছি আমরা।’ রাজনৈতিক মহলের তরফে বিজেপির হঠাৎ এহেন সিদ্ধান্তের পেছনে বেশ কিছু কারণ তুলে ধরা হচ্ছে। হতে পারে বঙ্গে আস্তিন গোটানোর আগে যে সকল নেতৃত্বকে দলে যোগদান করানোর লক্ষ্য নিয়েছিল বিজেপি, তা সফল হয়ে গেছে। পাশাপাশি রাজনৈতিক মহলের আরো একটি অনুমান, এভাবে একের পর এক ভিন দলের নেতাকে দলে পদ দেওয়ায় বিজেপি(BJP) কর্মীদের মধ্যে ক্ষোভ প্রশমিত হচ্ছে। পরিস্থিতি হিতে বিপরীত হতে পারে অনুমান করেই আপাতত যোগদান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন:থাকতে হবে আজীবন পুলিশের নজরদারিতে, অপরাধীদের তালিকায় নাম কাফিল খানের

যদিও কৈলাস বিজয়বর্গীয় এই মন্তব্যের আভাস অনেকদিন আগেই দিয়েছিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। সম্প্রতি তিনি জানান, দরজা খুলে দেখেছি ঠিকই তবে আস্তে আস্তে তা ছোট করছি। এখনো সুযোগ রয়েছে যার যার ঢোকার ইচ্ছে ঢুকে পড়ুন। এবার দরজা বন্ধ হয়ে যাবে। তবে সম্প্রতি কোন কোন মন্ত্রী ও সাংসদ তৃণমূল ছেড়ে বিজেপিতে আসতে চাইছেন তাদের একটি তালিকা প্রকাশ এনেছিলেন সাংসদ সৌমিত্র খাঁ। সেখানে রাজীব বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়, অপরূপা পোদ্দার, প্রসূন বন্দ্যোপাধ্যায় সহ একাধিক নাম তুলে ধরেছিলেন তিনি। এদের মধ্যে রাজীব বিজেপিতে যোগ দিলেও বাকিতে তরফ থেকে তেমন কোনও উদ্যোগ এখনো দেখা যায়নি। ফলে সৌমিত্রের বক্তব্য যদি সঠিক হয়, তবে বিজেপি এখনই দরজা বন্ধ করবে কিনা তা নিয়ে জল্পনা রয়েইছে।

Related articles

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...
Exit mobile version