Wednesday, August 27, 2025

কৃষক আন্দোলন: হিংসার তদন্তে লালকেল্লা পৌঁছলো গুজরাটের ফরেনসিক টিম

Date:

২৬ জনুয়ারি লালকেল্লার(Lalkila) ঘটনায় সরকার যে কড়া হাতে মাঠে নামছে সে ঘোষণা আগেই করে দেওয়া হয়েছিল। সেই ধারা অব্যাহত রেখে এবার তদন্তের গতি বাড়ালো দিল্লি পুলিশ(Delhi Police)। রবিবার ট্রাক্টর মিছিলের জেরে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হওয়া লালকেল্লায় তদন্তের জন্য গুজরাট(Gujarat) থেকে পৌঁছলো ৬ সদস্যের ফরেনসিক টিম(forensic team)। রবিবার আইটিওতে(ITO) হিংসাত্মক এলাকায় অনুসন্ধান চালানোর পর লালকেল্লা পৌঁছে ৬ সদস্যের ওই ফরেনসিক দল।

প্রসঙ্গত, কৃষকদের ট্রাক্টর মিছিলে হিংসাত্মক ঘটনার জেরে আহত হয়েছিলেন ৮০ জনেরও বেশি পুলিশকর্মী। পাশাপাশি লালকেল্লায় কৃষকদের তরফে টাঙিয়ে দেওয়া হয় ধর্মীয় পতাকা। গোটা দেশজুড়ে এই ঘটনার তীব্র নিন্দা করা হয়। এই ঘটনার পরই কৃষকদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয় সরকার। গ্রেফতার করা হয় বহু আন্দোলনকারীকে। পাশাপাশি জারি থাকে তদন্ত। গত শনিবার একটি ফরেনসিক দলের তরফে নমুনা সংগ্রহ করা হয় লালকেল্লার বিক্ষোভ স্থল থেকে। ফরেনসিক টিমের তরফে ঘটনাস্থল থেকে রক্তের নমুনা, ফিঙ্গারপ্রিন্ট সহ একাধিক নমুনা সংগ্রহ করা হয়। এরপর রবিবার ঘটনাস্থলে পৌঁছল ফরেনসিক দলের সদস্যরা।

আরও পড়ুন:কৃষক আন্দোলন কভার করতে গিয়ে গ্রেফতার দুই সাংবাদিক, মনদীপকে পাঠানো হল তিহারে

উল্লেখ্য, দিল্লি পুলিশের তরফে ট্রাক্টর মিছিলে হিংসার ঘটনার জেরে এখনো পর্যন্ত ৩৮ টি মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি ৮৬ জনকে গ্রেফতার করা হয়েছে। ক্রাইম ব্রাঞ্চের তরফে শনিবার জানানো হয়, ১৭০০ টিরও বেশি মোবাইল ভিডিও ক্লিপ ও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। যাতে হিংসায় অংশ নেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা যায়। আইটিও এলাকায় কৃষকের মৃত্যু নিয়ে মিথ্যা খবর প্রচারের অভিযোগে দিল্লি পুলিশের তরফে কংগ্রেস সাংসদ শশী থারুর সহ একাধিক সাংবাদিকের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version