Saturday, December 6, 2025

মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর: তুঙ্গে পৌঁছবে নেতা-কর্মীদের মনোবল, আশায় দল

Date:

Share post:

কিশোর সাহা

গত লোকসভা ভোটে উত্তরবঙ্গের অধিকাংশ আসনে বিজেপির (Bjp) চেয়ে পিছিয়ে থাকায় তৃণমূলের (Tmc) নেতা-কর্মীদের অনেকেরই মনোবলে কিছুটা হলেও চিড় ধরেছিল। কিন্তু, কয়েক দফায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishesk Benarjee) সফরের জেরে সেই হাওয়া অনেকটাই ঘুরেছে। মনোবল বেড়েছে তৃণমূলের নেতা-কর্মীদের। এবার বিধানসভা ভোটের প্রাক্কালে উত্তরবঙ্গের নেতা-কর্মীদের উদ্দীপনা তুঙ্গে পৌঁছে দিতে সোমবার আসরে নামছেন খোদ দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

তিন দিনের সফরে শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারের পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করবেন। রয়েছে একাধিক সরকারি কর্মসূচিও। এদিন, বেলা আড়াইটে নাগাদ বাগডোগরায় (Bagdogra) পৌঁছে মুখ্যমন্ত্রী সরাসরি যাবেন শিলিগুড়ির বাঘা যতীন পার্কে। সেখানে উত্তরবঙ্গ উৎসবের উদ্বোধন করবেন। উত্তরবঙ্গের নানা জেলায় যাঁদের এবার রাজ্য সরকার বঙ্গরত্ন দিচ্ছে তাঁদের সম্মানিত করবেন। সন্ধেয় মুখ্যমন্ত্রী উত্তরকন্যার অতিথি নিবাস কন্যাশ্রীতে যাবেন। সেখানে রাতে থাকবেন। প্রশাসনিক বৈঠক করার পরে দলের কয়েকজন নেতাকেও কন্যাশ্রীতে ডেকেছেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর সফর ঘিরে উত্তরবঙ্গের তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে এবার বাড়তি উন্মাদনা ও কৌতুহল রয়েছে। কারণ, বিজেপি গত লোকসভা ভোটে উত্তরবঙ্গের অধিকাংশ আসনে তৃণমূলকে পিছনে ফেলার পরে বিস্তর হাঁকডাক করছে। এমনকী, কদিন পরে উত্তরবঙ্গ থেকে রথযাত্রা শুরু করার কর্মসূচি রয়েছে বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডার। উপরন্তু, প্রায় রোজই কোনও না কোনও কেন্দ্রীয় মন্ত্রী উত্তরবঙ্গের নানা এলাকায় গিয়ে প্রচার করছেন।

এই অবস্থায়, তৃণমূলের নেতা-কর্মীদের অনেকের মধ্যেই কী হবে, কী হয় গোছের সংশয় তৈরি হচ্ছে। কিন্তু, তৃণমূল সূত্রের খবর, বিজেপি উত্তরবঙ্গে বিস্তর হাঁকডাক দিলেও তৃণমূলের সাংগঠনিক শক্তি উত্তরের সমতলে যে বিজেপির তুলনায় দশ গুণ ভাল সেটা মনে করিয়ে লাগাতার প্রচারে নামার উপরেই জোর দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকী, হাওয়া যে ঘুরছে তা একাধিক সমীক্ষায় দেখা গিয়েছে বলে তৃণমূলের দাবি। তৃণমূলের অন্দরের খবর, মুখ্যমন্ত্রীর তিন দিনের সফরে
দ্বিতীয় দিনে ফালাকাটায় একটি গণবিবাহ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা।
তার পর দিন আলিপুরদুয়ার নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।
জলপাইগুড়ি ও কোচবিহারের পরিস্থিতিও পর্যালোচনা হবে। তৃণমূলের উত্তরবঙ্গের এক শীর্ষ নেতা জানান, দলনেত্রীর ভোকাল টনিকই ফের দলের উত্তরবঙ্গের সকলের মনোবল তুঙ্গে পৌঁছে দেবে।

 

spot_img

Related articles

উত্তরপ্রদেশের বাসিন্দা অমিতাভ! এসআইআর বিভ্রাটের শিকার খোদ বিগ-বি

ভোটার তালিকায় বিশেষ সংশোধন প্রক্রিয়া (special intensive revision) চলছে দেশের বিভিন্ন রাজ্যের। আরে সেই রিভিশন পর্বেই উঠে এল...

শীতের কামড় কলকাতায়! শনির সকালে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কুয়াশার দাপট 

উইকেন্ডে ভরপুর শীতের (Winter) আমেজ। এক ধাক্কায় পারদ নামল ১৪ ডিগ্রির ঘরে। শনির সকালে কলকাতার তাপমাত্রায় দিনটিকে মরশুমের...

কুৎসার জন্য AI দিয়ে গলা নকল! শিক্ষামন্ত্রীকে কালিমালিপ্ত করতে উপাচার্যকে ব্যবহার

শিক্ষা দফতর, শিক্ষামন্ত্রী ও সর্বোপরি রাজ্য সরকারকে বদনাম করার জন্য এবার এআই-কে ব্যবহার করা হল কুৎসিত ভাবে। একটি...

আজ বাংলা জুড়ে সংহতি দিবস,শুক্রের সন্ধ্যায় ধর্মতলার মঞ্চে ফের সেই সেনাবাহিনী

তৃণমূলের (TMC) সংহতি দিবসের মঞ্চে এবার হাজির সেনাবাহিনী৷ শুক্রবার বিকেলে বেশ কয়েকজন সেনা আধিকারিক ধর্মতলার মঞ্চ ও এলাকা...