Sunday, May 4, 2025

মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর: তুঙ্গে পৌঁছবে নেতা-কর্মীদের মনোবল, আশায় দল

Date:

কিশোর সাহা

গত লোকসভা ভোটে উত্তরবঙ্গের অধিকাংশ আসনে বিজেপির (Bjp) চেয়ে পিছিয়ে থাকায় তৃণমূলের (Tmc) নেতা-কর্মীদের অনেকেরই মনোবলে কিছুটা হলেও চিড় ধরেছিল। কিন্তু, কয়েক দফায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishesk Benarjee) সফরের জেরে সেই হাওয়া অনেকটাই ঘুরেছে। মনোবল বেড়েছে তৃণমূলের নেতা-কর্মীদের। এবার বিধানসভা ভোটের প্রাক্কালে উত্তরবঙ্গের নেতা-কর্মীদের উদ্দীপনা তুঙ্গে পৌঁছে দিতে সোমবার আসরে নামছেন খোদ দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

তিন দিনের সফরে শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারের পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করবেন। রয়েছে একাধিক সরকারি কর্মসূচিও। এদিন, বেলা আড়াইটে নাগাদ বাগডোগরায় (Bagdogra) পৌঁছে মুখ্যমন্ত্রী সরাসরি যাবেন শিলিগুড়ির বাঘা যতীন পার্কে। সেখানে উত্তরবঙ্গ উৎসবের উদ্বোধন করবেন। উত্তরবঙ্গের নানা জেলায় যাঁদের এবার রাজ্য সরকার বঙ্গরত্ন দিচ্ছে তাঁদের সম্মানিত করবেন। সন্ধেয় মুখ্যমন্ত্রী উত্তরকন্যার অতিথি নিবাস কন্যাশ্রীতে যাবেন। সেখানে রাতে থাকবেন। প্রশাসনিক বৈঠক করার পরে দলের কয়েকজন নেতাকেও কন্যাশ্রীতে ডেকেছেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর সফর ঘিরে উত্তরবঙ্গের তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে এবার বাড়তি উন্মাদনা ও কৌতুহল রয়েছে। কারণ, বিজেপি গত লোকসভা ভোটে উত্তরবঙ্গের অধিকাংশ আসনে তৃণমূলকে পিছনে ফেলার পরে বিস্তর হাঁকডাক করছে। এমনকী, কদিন পরে উত্তরবঙ্গ থেকে রথযাত্রা শুরু করার কর্মসূচি রয়েছে বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডার। উপরন্তু, প্রায় রোজই কোনও না কোনও কেন্দ্রীয় মন্ত্রী উত্তরবঙ্গের নানা এলাকায় গিয়ে প্রচার করছেন।

এই অবস্থায়, তৃণমূলের নেতা-কর্মীদের অনেকের মধ্যেই কী হবে, কী হয় গোছের সংশয় তৈরি হচ্ছে। কিন্তু, তৃণমূল সূত্রের খবর, বিজেপি উত্তরবঙ্গে বিস্তর হাঁকডাক দিলেও তৃণমূলের সাংগঠনিক শক্তি উত্তরের সমতলে যে বিজেপির তুলনায় দশ গুণ ভাল সেটা মনে করিয়ে লাগাতার প্রচারে নামার উপরেই জোর দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকী, হাওয়া যে ঘুরছে তা একাধিক সমীক্ষায় দেখা গিয়েছে বলে তৃণমূলের দাবি। তৃণমূলের অন্দরের খবর, মুখ্যমন্ত্রীর তিন দিনের সফরে
দ্বিতীয় দিনে ফালাকাটায় একটি গণবিবাহ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা।
তার পর দিন আলিপুরদুয়ার নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।
জলপাইগুড়ি ও কোচবিহারের পরিস্থিতিও পর্যালোচনা হবে। তৃণমূলের উত্তরবঙ্গের এক শীর্ষ নেতা জানান, দলনেত্রীর ভোকাল টনিকই ফের দলের উত্তরবঙ্গের সকলের মনোবল তুঙ্গে পৌঁছে দেবে।

 

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version