Tuesday, November 4, 2025

অর্থের যোগান দিতে সবকিছু ‘বেচে দেওয়ার’ রাস্তাতেই হাঁটতে পারেন সীতারামন

Date:

তলানিতে ঠেকে যাওয়া দেশের আর্থিক ভাণ্ডারে অর্থের যোগান দিতে ‘বেচে দেওয়ার’ রাস্তাতেই হাঁটতে চলেছে মোদি সরকার৷ সোমবার পেশ হওয়া কেন্দ্রীয় বাজেটে (Union Budget’21) এমন ছবিই প্রতিফলিত হতে চলেছে বলে অর্থনীতিকদের আশঙ্কা ৷

২০২১-২২-এর ‘নিউ নর্মাল’ বাজেটে IDBI, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং পঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্কের শেয়ার বিক্রির প্রস্তাব দিতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala sitharaman)। এমনকী, তিনি IDBI ব্যাঙ্ক পুরোপুরি বিক্রি করে দেওয়ার ঘোষণাও পারেন বলে সূত্রের খবর।

জানা গিয়েছে, এই বাজেটে জীবনবিমা বা LIC-র ১০% থেকে ১৫ % শেয়ার বিক্রির প্রস্তাবও দিতে পারেন অর্থমন্ত্রী।

সব কিছু বিক্রি করে কোষাগার স্ফীত করা সুনিশ্চিত করতেই বিলগ্নিকরণের উপর জোর দিচ্ছেন নরেন্দ্র মোদি (PM Modi)৷ গত বছরের বাজেটে এর সূচনা করেছিলেন তিনি৷ “অর্থনৈতিক সংস্কার” কর্মসূচির মোড়কে ঢালাও বিক্রি করার ঘোষণা ছিলো কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের ভাষণে। এয়ার ইন্ডিয়া এবং ভারত পেট্রোলিয়াম-সহ একাধিক বৃহৎ রাষ্ট্রায়ত্ত সংস্থাকে নিলামে তোলার প্রক্রিয়া শুরুও করেছে মোদি সরকার৷ সীতারামনের আসন্ন বাজেটেও বিলগ্নিকরণের সেই ধারা অব্যাহত থাকবে বলে মনে করা হচ্ছে। তার অঙ্গ হিসাবেই এবারের বাজেটে সীতারামন তিনটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শেয়ার বিক্রির কথা ঘোষণা করতে পারেন বলে জানা যাচ্ছে৷ এর মধ্যে IDBI ব্যাঙ্ককে সম্পূর্ণ বিক্রির প্রস্তাবও দেওয়া হতে পারে৷

প্রবল আর্থিক ঘাটতি সামাল দিতে ব্যর্থ মোদি সরকার৷ খরচ অনুসারে অর্থের সংস্থান করাই এখন মোদি সরকারের কাছে একমাত্র চ্যালেঞ্জ। এখন দেখার এবারের বাজেটে নির্মলা সীতারামন ঠিক কী কী বিক্রি করে দেওয়ার ঘোষণা করেন৷

Related articles

ভারতে প্রতি সপ্তাহে ওষুধের ওভারডোজে ১২ জনের মৃত্যু! চাঞ্চল্য NCRB-র রিপোর্টে

ওষুধের (Drug) ওভারডোজ। এর জেরে প্রতি সপ্তাহে ভারতে মৃত্যু হচ্ছে ১২ জনের। চিকিৎসকের (Doctor) পরামর্শ ছাড়া ওষুধ সেবন...

SIR ষড়যন্ত্রের প্রতিবাদে মহামিছিলে মমতা-অভিষেক, জনজোয়ার মহানগরীর রাজপথে

বাংলার ভোটাধিকার রক্ষার্থে ও SIR-এর ষড়যন্ত্রের প্রতিবাদে তৃণমূলের মহামিছিল। মঙ্গলবার, দুপুর সোয়া দুটো নাগাদ রেড রোডে আম্বেদকরের মূর্তিতে...

ফের ডবল ইঞ্জিনের রাজ্যে রেললাইনে বাংলার পরিযায়ী শ্রমিকের ক্ষতবিক্ষত দেহ!

ফের বিজেপি শাসিত মহারষ্ট্রে বাঙালি পরিযায়ী শ্রমিকের (Migrant Labour) মৃত্যু। মুম্বইয়ে রেল লাইনের ধার থেকে উদ্ধার দেহ। মৃতের...

ফের SIR আতঙ্কে বাংলায় আত্মহত্যার অভিযোগ! উলুবেড়িয়ায় মৃত্যু ৩০বছরের যুবকের

SIR, আর তার পথ ধরে NRC- কেন্দ্রের এই নীতির আতঙ্কে একের পর এক প্রাণহানির ঘটনা ঘটছে বাংলায়। এবার...
Exit mobile version