Friday, August 22, 2025

অর্থের যোগান দিতে সবকিছু ‘বেচে দেওয়ার’ রাস্তাতেই হাঁটতে পারেন সীতারামন

Date:

তলানিতে ঠেকে যাওয়া দেশের আর্থিক ভাণ্ডারে অর্থের যোগান দিতে ‘বেচে দেওয়ার’ রাস্তাতেই হাঁটতে চলেছে মোদি সরকার৷ সোমবার পেশ হওয়া কেন্দ্রীয় বাজেটে (Union Budget’21) এমন ছবিই প্রতিফলিত হতে চলেছে বলে অর্থনীতিকদের আশঙ্কা ৷

২০২১-২২-এর ‘নিউ নর্মাল’ বাজেটে IDBI, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং পঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্কের শেয়ার বিক্রির প্রস্তাব দিতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala sitharaman)। এমনকী, তিনি IDBI ব্যাঙ্ক পুরোপুরি বিক্রি করে দেওয়ার ঘোষণাও পারেন বলে সূত্রের খবর।

জানা গিয়েছে, এই বাজেটে জীবনবিমা বা LIC-র ১০% থেকে ১৫ % শেয়ার বিক্রির প্রস্তাবও দিতে পারেন অর্থমন্ত্রী।

সব কিছু বিক্রি করে কোষাগার স্ফীত করা সুনিশ্চিত করতেই বিলগ্নিকরণের উপর জোর দিচ্ছেন নরেন্দ্র মোদি (PM Modi)৷ গত বছরের বাজেটে এর সূচনা করেছিলেন তিনি৷ “অর্থনৈতিক সংস্কার” কর্মসূচির মোড়কে ঢালাও বিক্রি করার ঘোষণা ছিলো কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের ভাষণে। এয়ার ইন্ডিয়া এবং ভারত পেট্রোলিয়াম-সহ একাধিক বৃহৎ রাষ্ট্রায়ত্ত সংস্থাকে নিলামে তোলার প্রক্রিয়া শুরুও করেছে মোদি সরকার৷ সীতারামনের আসন্ন বাজেটেও বিলগ্নিকরণের সেই ধারা অব্যাহত থাকবে বলে মনে করা হচ্ছে। তার অঙ্গ হিসাবেই এবারের বাজেটে সীতারামন তিনটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শেয়ার বিক্রির কথা ঘোষণা করতে পারেন বলে জানা যাচ্ছে৷ এর মধ্যে IDBI ব্যাঙ্ককে সম্পূর্ণ বিক্রির প্রস্তাবও দেওয়া হতে পারে৷

প্রবল আর্থিক ঘাটতি সামাল দিতে ব্যর্থ মোদি সরকার৷ খরচ অনুসারে অর্থের সংস্থান করাই এখন মোদি সরকারের কাছে একমাত্র চ্যালেঞ্জ। এখন দেখার এবারের বাজেটে নির্মলা সীতারামন ঠিক কী কী বিক্রি করে দেওয়ার ঘোষণা করেন৷

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version