Monday, August 25, 2025

৭ তারিখ হলদিয়ায় ফের একমঞ্চে থাকতে পারেন প্রধানমন্ত্রী- মুখ্যমন্ত্রী

Date:

ভিক্টোরিয়ায় নেতাজির ১২৫তম জন্মবার্ষিকী অনুষ্ঠানের পর ফের এক মঞ্চে দেখা যেতে পারে দেশের প্রধানমন্ত্রী এবং এ রাজ্যের মুখ্যমন্ত্রীকে।

ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড বা BPCL-এর এক প্রকল্প উদ্বোধন করতে আগামী ৭ ফেব্রুয়ারি হলদিয়ায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)৷ কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan) জানিয়েছেন, ওই অনুষ্ঠানে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (CM Mamata Banerjee)। হলদিয়ার ওই অনুষ্ঠানে থাকতে পারেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankar), স্থানীয় সাংসদ দিব্যেন্দু অধিকারী (MP Dibyendu Adhikary) এবং স্থানীয় বিধায়ক তাপসী মণ্ডলও (MLA Tapashi Mondal)৷ তাপসীদেবী সম্প্রতি সিপিএম থেকে ইস্তফা দিয়ে যোগ দিয়েছেন বিজেপিতে। রাজনৈতিক মহলের ধারনা, অন্য কোনও জরুরি কর্মসূচি না থাকলে ৭ তারিখের অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাজির থাকার সম্ভাবনা প্রবল।
প্রসঙ্গত, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশনের এলপিজি টার্মিনাল, হলদিয়া রিফাইনারির দ্বিতীয় “ক‍্যাটালিস্টিক ডিওয়াক্সিং ইউনিট”-এর উদ্বোধন আগামী ৭ তারিখ৷ নরেন্দ্র মোদি ওই টার্মিনাল উদ্বোধন করবেন। একইসঙ্গে হলদিয়ার রানিচকে নবনির্মিত উড়ালপুলও চালু করার কথা তাঁর৷ ১১০০ কোটি টাকা খরচ করে হলদিয়ার সিটি সেন্টার লাগোয়া তেঁতুলবেড়িয়ায় তৈরি হয়েছে এই এলপিজি টার্মিনাল। এছাড়া, ১০২০ কোটি টাকা খরচ করে হলদিয়া রিফাইনারি, ক‍্যাটালিস্টিক ডিওয়াক্সিং ইউনিট গড়ছে।
পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, “প্রধানমন্ত্রীর ‘আত্মনির্ভর ভারত’ ভাবনায় অনুপ্রাণিত হয়েই হলদিয়া রিফাইনারির লুব্রিকেন্ট প্ল‍্যান্ট গড়ে উঠছে৷ বিদেশ থেকে জ্বালানি তেল আমদানি কমিয়ে দেশকে স্বনির্ভরতার দিকে এগিয়ে যাবে এই প্ল‍্যান্ট। এই টার্মিনাল চালু হলে বাংলা তো বটেই, সমগ্র পূর্ব ভারতেই রান্নার গ‍্যাস পেতে গ্রাহকদের সুবিধা হবে, এমনই দাবি কেন্দ্রীয় মন্ত্রীর৷

এদিকে রবিবার হলদিয়ায় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তমলুকের তৃণমূল সাংসদ দিব‍্যেন্দু অধিকারী। তিনিও ৭ তারিখের অনুষ্ঠানে অনুষ্ঠানে আমন্ত্রিত। দিব‍্যেন্দুকে আমন্ত্রণ জানানো নিয়ে
রাজনৈতিক তরজা শুরু হলেও প্রোটোকল মেনেই কেন্দ্রীয় অনুষ্ঠানে স্থানীয় সাংসদকে আমন্ত্রণ করা হয়ে থাকে, এমনই জানিয়েছেন দিব‍্যেন্দু অধিকারী।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version