Sunday, August 24, 2025

ফের কেন্দ্রীয় সরকার ও বিজেপিকে (BJP) নিশানা করলেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। আজ, বুধবার সাংবাদিক বৈঠকে NRC ও CAA নিয়ে তোপ দাগেন ব্রাত্য বসু। তাঁর অভিযোগ, “মতুয়া (Matuya) সম্প্রদায়কে নিয়ে ছেলেখেলা করা হচ্ছে। মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। বিভাজনের রাজনীতি চলছে। CAA নিয়ে কেন্দ্র কী করছে, আমরা অবিলম্বে জানতে চাই। মতুয়াদের জীবন নিয়ে কেন খেলা করছেন? মতুয়াদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কাজ করেছেন। নদিয়া, বাগদায়, হেলেঞ্চাতে হরিচাঁদ-গুরুচাঁদ ঠাকুরের মূর্তি তৈরি করা হচ্ছে। গুজরাতের সিলেবাসে মতুয়াদের জন্য কিছুই নেই। তবে বাংলার পাঠ‍্যক্রমে মতুয়াদের জন্য সিলেবাস রাখা হয়েছে।” কেন্দ্র জানিয়েছে, দেশজুড়ে এখনই চালু হচ্ছে না এনআরসি (NRC) ও নাগরিকত্ব সংশোধনী আইনও (CAA)।

বিজেপির রথযাত্রাকেও (Rathyatra) কটাক্ষ করেন ব্রাত্য। তিনি বলেন, “লালকৃষ্ণ আডবাণী যিনি রথযাত্রা শুরু করেছিলেন, তাকেই বিজেপি থেকে সরিয়ে দেওয়া হয়েছে! রথযাত্রা করছেন, অথচ চৈতন্যের নাম নিচ্ছেন না! এখানে চৈতন্যকে অপমান করতে পারবেন না।”

এখানেই শেষ নয়। এদিন ব্রাত্য বসু রাজ‍্যপাল (Governor) জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankar) কড়া সমালোচনা করেন। রাজ্যে রাষ্ট্রপতি শাসন চাওয়া প্রসঙ্গে রাজ্যপালের নিন্দা করে ব্রাত্য বলেন, “উত্তরপ্রদেশে হাথরসের ঘটনার সময় রাষ্ট্রপতি শাসনের কথা বলা হয় না। দিল্লি কৃষকরা এই ঠান্ডায় রাস্তায় বসে আছেন, তখন রাজ‍্যপাল কিছু বলেন না। তাঁর কোনও অনুভূতি হয় না। রাষ্ট্রপতি শাসন চান না।”

Related articles

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...

থিম ভাষা-সন্ত্রাস ও বাংলা-বিদ্বেষ! জোর প্রস্তুতি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের 

২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে ঘিরে চলছে জোরকদমে প্রস্তুতি। আবারও ছাত্র-ছাত্রীদের ঢল নামতে চলেছে কলকাতায়। পাহাড়...
Exit mobile version