Monday, November 10, 2025

ফের কেন্দ্রীয় সরকার ও বিজেপিকে (BJP) নিশানা করলেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। আজ, বুধবার সাংবাদিক বৈঠকে NRC ও CAA নিয়ে তোপ দাগেন ব্রাত্য বসু। তাঁর অভিযোগ, “মতুয়া (Matuya) সম্প্রদায়কে নিয়ে ছেলেখেলা করা হচ্ছে। মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। বিভাজনের রাজনীতি চলছে। CAA নিয়ে কেন্দ্র কী করছে, আমরা অবিলম্বে জানতে চাই। মতুয়াদের জীবন নিয়ে কেন খেলা করছেন? মতুয়াদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কাজ করেছেন। নদিয়া, বাগদায়, হেলেঞ্চাতে হরিচাঁদ-গুরুচাঁদ ঠাকুরের মূর্তি তৈরি করা হচ্ছে। গুজরাতের সিলেবাসে মতুয়াদের জন্য কিছুই নেই। তবে বাংলার পাঠ‍্যক্রমে মতুয়াদের জন্য সিলেবাস রাখা হয়েছে।” কেন্দ্র জানিয়েছে, দেশজুড়ে এখনই চালু হচ্ছে না এনআরসি (NRC) ও নাগরিকত্ব সংশোধনী আইনও (CAA)।

বিজেপির রথযাত্রাকেও (Rathyatra) কটাক্ষ করেন ব্রাত্য। তিনি বলেন, “লালকৃষ্ণ আডবাণী যিনি রথযাত্রা শুরু করেছিলেন, তাকেই বিজেপি থেকে সরিয়ে দেওয়া হয়েছে! রথযাত্রা করছেন, অথচ চৈতন্যের নাম নিচ্ছেন না! এখানে চৈতন্যকে অপমান করতে পারবেন না।”

এখানেই শেষ নয়। এদিন ব্রাত্য বসু রাজ‍্যপাল (Governor) জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankar) কড়া সমালোচনা করেন। রাজ্যে রাষ্ট্রপতি শাসন চাওয়া প্রসঙ্গে রাজ্যপালের নিন্দা করে ব্রাত্য বলেন, “উত্তরপ্রদেশে হাথরসের ঘটনার সময় রাষ্ট্রপতি শাসনের কথা বলা হয় না। দিল্লি কৃষকরা এই ঠান্ডায় রাস্তায় বসে আছেন, তখন রাজ‍্যপাল কিছু বলেন না। তাঁর কোনও অনুভূতি হয় না। রাষ্ট্রপতি শাসন চান না।”

Related articles

আজ উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী: পরিষেবা প্রদানের পাশাপাশি বৈঠক জেলাশাসকদের সঙ্গে

উত্তরবঙ্গের বিপর্যয় পরিস্থিতিতে বারবার সেখানে ছুটে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দাঁড়িয়ে থেকে বিপর্যয় (natural disaster) মোকাবিলার কাজ পর্যবেক্ষণ...

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...
Exit mobile version