Tuesday, August 12, 2025

হিন্দুস্তান এ্যারোনেটিক্স লিমিটেডের নয়া প্ল্যান্টের সূচনা করলেন রাজনাথ সিং

Date:

বেঙ্গালুরুর ডোড্ডানেকুন্ডিতে হিন্দুস্তান এ্যারোনেটিক্স লিমিটেড (হ্যাল)- এর নতুন কারখানার উদ্বোধন হল। উদ্বোধন করেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, হ্যাল-এর নতুন প্ল্যান্টটি পুরোপুরি চালু হয়ে গেলে ওই প্ল্যান্ট বছরে ১৬টি লাইট কমব্যাট এয়ারক্র্যাফ্ট অর্থাৎ  এলসিএ তৈরি করতে পারবে।  তেজস মার্ক-১এ ও ট্রেনার এখানেই তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে প্রতিরক্ষামন্ত্রক। বর্তমানে বছরে আটটি এলসিএ উৎপাদনের ক্ষমতা আছে হ্যালের। প্রথম ডেডিকেটেড এলসিএ প্ল্যান্ট ও হ্যালের এয়ারক্র্যাফট ডিভিশন, দু জায়গাতেই তা তৈরি হচ্ছে।

এদিন ভারতের ‘আত্মনির্ভর’ হয়ে ওঠার উদ্য়োগ এবং তার  সফল রূপায়ণের প্রয়োজনীয়তার কথা বলেন রাজনাথ সিংহ।  হিন্দুস্তান এয়ারনোটিকস লিমিটেড (হ্যাল)-এ এলসিএ তেজসের জন্য় নির্ধারিত প্ল্যান্টের আনুষ্ঠানিক উদ্বোধন করে প্রতিরক্ষামন্ত্রী বলেন, ভারত নিজের প্রতিরক্ষার জন্য় অন্য় দেশগুলির ওপর নির্ভর করে থাকবে না। সম্প্রতি নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটি (সিসিএস) ৮৩টি লাইট কমব্যাট এয়ারক্র্যাফ্ট (এলসিএ) তেজস মার্ক-আই এ এয়ারক্র্যাফট সংগ্রহে অনুমোদন দিয়েছে। এগুলির দাম পড়বে ৪৭ হাজার কোটি টাকা। সিসিএসের ছাড়পত্রে উৎসাহ পেয়ে হ্যাল বেঙ্গালুরুতে একটি ডেডিকেটেড দ্বিতীয় এলসিএ কারখানাকে সচল করেছে।

তেজস শুধুমাত্র দেশীয় প্রযুক্তিতেই তৈরি নয়, একাধিক মাপকাঠিতে তার সমকক্ষ অন্য বিদেশি বিমানের থেকেও উন্নত, তুলনামূলক ভাবে সস্তাও। তিনি বলেছেন, অনেক দেশই তেজসের ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। ভারত আর কয়েক বছরের মধ্য়েই প্রতিরক্ষা সামগ্রী নির্মাণে ১.৭৫ লক্ষ কোটি টাকার টার্গেট স্পর্শ করবে।

Related articles

বিজেপির ভাষা-সন্ত্রাস, প্রতিবাদে ‘বাংলার মাটি, বাংলার জল’-এ মুখরিত দিল্লি

বিজেপির বাংলা-বিদ্বেষ, ভাষা-সন্ত্রাসের বিরুদ্ধে সংসদ চত্বরে গর্জে উঠলেন তৃণমূল সাংসদরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন ভাষা আন্দোলনের। সেই...

শ্রাবনের শেষ লগ্নে বিদায়ী বর্ষার দাপট! উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা 

চলতি সপ্তাহে শেষ হচ্ছে শ্রাবণ। কিন্তু বৃষ্টির (Rain) ইনিংস থামার কোনও পূর্বাভাস নেই উত্তরবঙ্গে। বরং রয়েছে বিদায়ী বর্ষায়...

দেবকে টক্করের বার্তা শিবপ্রসাদের, ‘ধূমকেতু’ মুক্তির দিনই ‘রক্তবীজ ২’ টিজার প্রকাশ

১৪ অগাস্ট মুক্তি পাচ্ছে 'ধূমকেতু'। দেব-শুভশ্রীর (Dev- Shubhashree Ganguly) মাখো মাখো প্রেমের ছবি নিয়ে হাইপ তুঙ্গে। কৌশিক গঙ্গোপাধ্যায়ের...

সাহস থাকলে লোকসভা ভেঙে দিয়ে দেশ জুড়ে SIR করুক বিজেপি : অভিষেক

ভোটার তালিকায় গরমিল থাকলে ভেঙে দিন লোকসভা, আগে বিজেপি মন্ত্রীরা পদত্যাগ করুন তারপর বিরোধীরা করবে। এরপর সারা দেশে...
Exit mobile version