Wednesday, November 5, 2025

টুইটের জের, গ্রেটা থুনবার্গের বিরুদ্ধে মামলা দায়ের করল দিল্লি পুলিশ

Date:

ভারতে লাগাতার চলতে থাকা কৃষক আন্দোলনকে(farmer protest) সমর্থন জানিয়ে টুইট করেছিলেন পরিবেশ আন্দোলনকারী গ্রেটা থুনবার্গ(greta thunberg)। যা নিয়ে রীতিমতো সাড়া পড়ে যায় গোটা দেশে। সেই ঘটনার প্রেক্ষিতে এবার আন্তর্জাতিক ওই পরিবেশ আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করল পুলিশ। তার বিরুদ্ধে কৃষক আন্দোলন নিয়ে উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগ দায়ের করা হয়েছে। ভারতীয় সংবিধান অনুযায়ী গ্রেটার বিরুদ্ধে ১২০বি ধারায় অপরাধমূলক ষড়যন্ত্র ও ১৫৩এ ধারায় হিংসা ছড়ানোর অভিযোগ দায়ের হয়েছে।

প্রসঙ্গত, গত বুধবার পরিবেশ আন্দোলনকারী গ্রেটা থুনবার্গ একটি টুইটে ভারতে চলতে থাকা কৃষক আন্দোলনের প্রেক্ষিতে তার মতামত ব্যক্ত করেন। তিনি কৃষক আন্দোলনের প্রতি তাঁর সহানুভূতি জানিয়ে লেখেন, আমি সম্পূর্ণভাবে এই আন্দোলনকে সমর্থন করছি। ‘হ্যাশট্যাগ ফার্মারস প্রোটেস্ট ইন ইন্ডিয়া’ টুইট করে গ্রেটা ভারতীয় কৃষকদের প্রতি তাঁর সমর্থনের হাত বাড়িয়ে দেন। টুইটের সঙ্গে একটা আন্তর্জাতিক সংবাদমাধ্যমে কৃষক আন্দোলন সংক্রান্ত খবরও তুলে ধরেন তিনি। অবশ্য তার আগেই মঙ্গলবার রিহানাও (Rihanna) এই টুইট করে কৃষক বিক্ষোভকে সমর্থন জানিয়েছেন। এরপর ভারত সরকারের তরফে এই ঘটনার কড়া বিবৃতি দিয়ে জানানো হয় এই আন্দোলন সম্পূর্ণ ভারতের আভ্যন্তরীণ বিষয়। এই ঘটনার পরই গ্রেটার বিরুদ্ধে মামলা দায়ের করল দিল্লি পুলিশ।

আরও পড়ুন:দিল্লি সামলে, বাংলার কথা ভাববেন: মোদি সরকারকে তোপ তৃণমূল সাংসদের 

যদিও দমে যাওয়ার পাত্রী নন, আন্তর্জাতিক মহলের জনপ্রিয় এই পরিবেশ আন্দোলনকারী। এদিন ফের এক টুইটে দিল্লি পুলিশকে পাল্টা দিয়ে তিনি লিখেছেন, ‘আমি এখনো কৃষকদের পাশেই দাঁড়িয়ে আছি। এবং সম্পূর্ণরূপে তাদের শান্তিপূর্ণ লড়াইকে সমর্থন জানাচ্ছি। কোনওরকম হুমকি বা কোন কিছুতেই আমি পিছিয়ে আসব না। নিজের সিদ্ধান্ত বদল করব না।’

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version