Tuesday, August 26, 2025

একুশের হাইভোল্টেজ বিধানসভা ভোটের (Assembly Election) আগে উত্তরবঙ্গকে (North Bengal) পাখির চোখ করছে তৃণমূল কংগ্রেস (TMC)। সেখানে কখনও অভিষেক বন্দ্যোপাধ্যায়, কখনও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কর্মসূচি করছেন। আলিপুরদুয়ারে একাধিক সরকারি ও দলীয় কর্মসূচির পর আগামী সপ্তাহে ফের ঠাসা কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

উত্তরবঙ্গ থেকে ফিরে রাজ্যের আরও ৩ জেলা সফরে যাচ্ছেন মমতা। তৃণমূল সূত্রে খবর, আগামী ৯ ফেব্রুয়ারি বর্ধমানের কালনায় (Kalna) সভা করবেন মমতা। ওই দিনই বর্ধমানের অন্য একটি অনুষ্ঠানে মাটি উৎসবের সূচনা করবেন তিনি। পরদিন অর্থাৎ, ১০ ফেব্রুয়ারি চলে যাবেন মুর্শিদাবাদ (Murshidabad)। সেখানেও জনসভা রয়েছে তাঁর। ১১ ফেব্রুয়ারি মালদহে (Malda) একটি সভায় যোগ দেবেন মুখ্যমন্ত্রী (CM)।

আরও পড়ুন:বিধানসভা ভোট: প্রার্থীদের বাজেট বেঁধে দিল কমিশন, লেনদেন করতে হবে ব্যাঙ্কের মাধ্যমে

নির্বাচনের দিন ঘোষণার আগেই জেলা সফর শুরু করে দিয়েছেন তৃণমূল নেত্রী। যেসব জায়গায় তৃণমূল কিছুটা দুর্বল, সেইসব জায়গাকেই জোর দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের ৮ আসনের একটাও পায়নি তৃণমূল। ফলে উত্তরবঙ্গ ঘাসফুল শিবিরের কাছে যথেষ্ট মাথাব্যথার কারণ। এবারও সেখানে আশানুরূপ ফল হওয়ার সম্ভাবনা কম, তাই মুর্শিদাবাদ ও মালদহকেও টার্গেট করেছেন মমতা। ওই দুই জেলায় সংখ্যালঘু ভোট বেশি। উত্তরবঙ্গে ফল খারাপ হলে তা মালদহ, মুর্শিদাবাদ থেকে পুষিয়ে নেওয়ার চেষ্টা করছে ঘাসফুল শিবির। অন্যদিকে, বর্ধমানের কিছু জায়গায় দুর্বল হয়েছে শাসক দল। বর্ধমানের উপরেও বিশেষ নজর দিতে চাইছেন তৃণমূল নেত্রী।

Related articles

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...
Exit mobile version