Thursday, August 21, 2025

‘নিয়মের ব্যতিক্রম হবে না’, প্রধানমন্ত্রীর ভাইঝিকে প্রার্থী করলো না বিজেপি

Date:

তিনি প্রধানমন্ত্রীর ভাইঝি৷ আমেদাবাদের পুরসভার নির্বাচনে (Municipal vote, Ahmedabad ) প্রার্থী হওয়ার জন্য বিজেপি-র কাছে টিকিটও চেয়েছিলেন৷

কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাইয়ের মেয়ে সোনাল মোদিকে (Sonal Modi) প্রার্থী করলো না বিজেপি(BJP)৷ দলের নিয়ম মেনেই সোনালকে টিকিট দেওয়া হয়নি বলে জানিয়েছে বিজেপি৷ তিনি প্রধানমন্ত্রীর ভাইঝি (niece), শুধুমাত্র একারনেই তাঁকে প্রার্থী করা যায়না, এমনই জানিয়েছে গেরুয়া শিবির৷ নরেন্দ্র মোদির ভাই প্রহ্লাদ মোদির মেয়ে এই সোনাল৷

ইকনমিক টাইমস-এ প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, আমেদাবাদ পুর নির্বাচনের জন্য বিজেপি যে প্রার্থী তালিকা প্রকাশ করেছে, তাতে সোনাল মোদির নাম নেই৷ সোনাল মোদি বোড়াকদেভ ওয়ার্ড থেকে প্রার্থী হওয়ার জন্য বিজেপি-র কাছে টিকিট চেয়েছিলেন৷ প্রহ্লাদ মোদির আমেদাবাদে একটি রেশনের দোকান রয়েছে৷ গুজরাতের ফেয়ার প্রাইস শপস অ্যাসোসিয়েশনের সভাপতিও প্রহ্লাদ মোদি৷ বাংলায় একাধিকবার এসেছেন প্রহ্লাদ৷

সোনাল মোদির বয়স ৩০-এর কাছাকাছি৷ গৃহকর্মের ব্যস্ত থাকেন৷ এ বছর রাজনীতিতে পা রাখার ইচ্ছাপ্রকাশ করেছিলেন তিনি৷ কিন্তু বিজেপি নেতারা জানিয়ে দিয়েছেন, দলের কোনও নেতার আত্মীয়কে টিকিট দেওয়ার নিয়ম নেই৷ প্রধানমন্ত্রী ভাইঝির ক্ষেত্রেও তাই নিয়মের ব্যতিক্রম হবে না৷

সোনাল মোদি অবশ্য দাবি করেছেন, প্রধানমন্ত্রীর ভাইঝি হিসেবে নয়, একজন সাধারণ বিজেপি কর্মী হিসেবেই টিকিট চেয়েছিলেন তিনি৷ মেয়ের পাশে দাঁড়িয়েছেন প্রহ্লাদ মোদি৷ প্রহ্লাদ বলেছেন, “প্রার্থী হতে চাওয়া কখনই স্বজনপোষণ নয়৷ প্রধানমন্ত্রীর নাম ভাঙিয়ে আমরা কখনও কিছু করি না৷ আমাদের পরিবারের প্রত্যেকেই খেটে উপার্জন করি৷”
প্রতিবেদনে বলা হয়েছে, গত ১ ফেব্রুয়ারি বিজেপি সোনাল মোদিকে জানিয়ে দিয়েছে, দলের কোনও নেতার আত্মীয়কে টিকিট দেওয়া হবে না৷ পাশাপাশি জানানো হয়, ৬০-এর উপরে বয়স এবং কাউন্সিলর হিসেবে যাঁরা তিন বারের মেয়াদ কাটিয়ে ফেলেছেন, তাঁদেরও টিকিট দেওয়া হবে না৷

প্রসঙ্গত, আমেদাবাদ, সুরাত, বরোদা এবং রাজকোট, এই চার পুরসভার নির্বাচনের জন্য বৃহস্পতিবার রাতে ৫৭৬ জন প্রার্থীর নাম ঘোষণা করে বিজেপি৷ আগামী ২১ ফেব্রুয়ারি গুজরাতের ৬টি পুরসভার নির্বাচন হবে৷ আরও ৮১টি পুরসভা, ৩১টি জেলা পঞ্চায়েত এবং ২৩১টি তালুকা পঞ্চায়েতে ভোট হবে আগামী ২৮ ফেব্রুয়ারি৷

আরও পড়ুন:যত বেশি সম্ভব দফায় নির্বাচনের দাবি নিয়ে কমিশনে দিলীপ, লকেটরা

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version