Saturday, November 8, 2025

‘নিয়মের ব্যতিক্রম হবে না’, প্রধানমন্ত্রীর ভাইঝিকে প্রার্থী করলো না বিজেপি

Date:

তিনি প্রধানমন্ত্রীর ভাইঝি৷ আমেদাবাদের পুরসভার নির্বাচনে (Municipal vote, Ahmedabad ) প্রার্থী হওয়ার জন্য বিজেপি-র কাছে টিকিটও চেয়েছিলেন৷

কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাইয়ের মেয়ে সোনাল মোদিকে (Sonal Modi) প্রার্থী করলো না বিজেপি(BJP)৷ দলের নিয়ম মেনেই সোনালকে টিকিট দেওয়া হয়নি বলে জানিয়েছে বিজেপি৷ তিনি প্রধানমন্ত্রীর ভাইঝি (niece), শুধুমাত্র একারনেই তাঁকে প্রার্থী করা যায়না, এমনই জানিয়েছে গেরুয়া শিবির৷ নরেন্দ্র মোদির ভাই প্রহ্লাদ মোদির মেয়ে এই সোনাল৷

ইকনমিক টাইমস-এ প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, আমেদাবাদ পুর নির্বাচনের জন্য বিজেপি যে প্রার্থী তালিকা প্রকাশ করেছে, তাতে সোনাল মোদির নাম নেই৷ সোনাল মোদি বোড়াকদেভ ওয়ার্ড থেকে প্রার্থী হওয়ার জন্য বিজেপি-র কাছে টিকিট চেয়েছিলেন৷ প্রহ্লাদ মোদির আমেদাবাদে একটি রেশনের দোকান রয়েছে৷ গুজরাতের ফেয়ার প্রাইস শপস অ্যাসোসিয়েশনের সভাপতিও প্রহ্লাদ মোদি৷ বাংলায় একাধিকবার এসেছেন প্রহ্লাদ৷

সোনাল মোদির বয়স ৩০-এর কাছাকাছি৷ গৃহকর্মের ব্যস্ত থাকেন৷ এ বছর রাজনীতিতে পা রাখার ইচ্ছাপ্রকাশ করেছিলেন তিনি৷ কিন্তু বিজেপি নেতারা জানিয়ে দিয়েছেন, দলের কোনও নেতার আত্মীয়কে টিকিট দেওয়ার নিয়ম নেই৷ প্রধানমন্ত্রী ভাইঝির ক্ষেত্রেও তাই নিয়মের ব্যতিক্রম হবে না৷

সোনাল মোদি অবশ্য দাবি করেছেন, প্রধানমন্ত্রীর ভাইঝি হিসেবে নয়, একজন সাধারণ বিজেপি কর্মী হিসেবেই টিকিট চেয়েছিলেন তিনি৷ মেয়ের পাশে দাঁড়িয়েছেন প্রহ্লাদ মোদি৷ প্রহ্লাদ বলেছেন, “প্রার্থী হতে চাওয়া কখনই স্বজনপোষণ নয়৷ প্রধানমন্ত্রীর নাম ভাঙিয়ে আমরা কখনও কিছু করি না৷ আমাদের পরিবারের প্রত্যেকেই খেটে উপার্জন করি৷”
প্রতিবেদনে বলা হয়েছে, গত ১ ফেব্রুয়ারি বিজেপি সোনাল মোদিকে জানিয়ে দিয়েছে, দলের কোনও নেতার আত্মীয়কে টিকিট দেওয়া হবে না৷ পাশাপাশি জানানো হয়, ৬০-এর উপরে বয়স এবং কাউন্সিলর হিসেবে যাঁরা তিন বারের মেয়াদ কাটিয়ে ফেলেছেন, তাঁদেরও টিকিট দেওয়া হবে না৷

প্রসঙ্গত, আমেদাবাদ, সুরাত, বরোদা এবং রাজকোট, এই চার পুরসভার নির্বাচনের জন্য বৃহস্পতিবার রাতে ৫৭৬ জন প্রার্থীর নাম ঘোষণা করে বিজেপি৷ আগামী ২১ ফেব্রুয়ারি গুজরাতের ৬টি পুরসভার নির্বাচন হবে৷ আরও ৮১টি পুরসভা, ৩১টি জেলা পঞ্চায়েত এবং ২৩১টি তালুকা পঞ্চায়েতে ভোট হবে আগামী ২৮ ফেব্রুয়ারি৷

আরও পড়ুন:যত বেশি সম্ভব দফায় নির্বাচনের দাবি নিয়ে কমিশনে দিলীপ, লকেটরা

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version