Tuesday, August 12, 2025

যত বেশি সম্ভব দফায় নির্বাচনের দাবি নিয়ে কমিশনে দিলীপ, লকেটরা

Date:

যত বেশি সম্ভব দফায় নির্বাচনের দাবি নিয়ে নির্বাচন কমিশনের (Election Commission) দ্বারস্থ বিজেপি (Bjpl। শুক্রবার, নির্বাচন কমিশনে যায় বিজেপির প্রতিনিধিদল। ছিলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh), লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee), অর্জুন সিং (Arjun Singh), ভূপেন্দ্র পাঠক (Bhupendra Pathak)-সহ শীর্ষ নেতৃত্বের কয়েকজন। কমিশনের সঙ্গে দেখা করে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি রাজ্য সভাপতি জানান, ৭-৮ দফায় হবে না। ১০ দফায় ভোট গ্রহণ করাতে হবে।

শুধু ১০ দফা বেশি করার দাবিই নয়, প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, শাসকদলের হয়ে কাজ করায় অভিযুক্ত অফিসারদের বদলি, ভোটের নির্ঘণ্ট প্রকাশের পরেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন-সহ একাধিক দাবি পেশ করেন তাঁরা।

সূত্রের খবর, সরস্বতী পুজোর পরেই রাজ্যের বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করবে নির্বাচন কমিশন।

নির্বাচনের সময় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি আগে থেকেই জানিয়েছিল গেরুয়া শিবির। এবার আগে থেকেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি নিয়ে কমিশনে দরবার করে বিজেপির প্রতিনিধিদল। একই সঙ্গে করোনাকালে বিহার ভোটে যে ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল, সেটা বজায় রাখারও আর্জি জানানো হয়েছে।

রাজ্যে ৬ থেকে ৭ দফায় ভোট করানো হতে পারে বলে সূত্রের খবর। করোনা পরিস্থিতির কারণে এবার বুথের সংখ্যা বাড়ানো হচ্ছে। অনলাইনে মনোনয়ন জমা নেওয়া হবে। তার জন্য আগে থেকেই জেলাশাসকদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করবে নির্বাচন কমিশন। সব মিলিয়ে এখন কবে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে কমিশন সেদিকেই তাকিয়ে বাংলা।

আরও পড়ুন-শক্তিশালী অর্থনীতির লক্ষ্যে অপরিবর্তিত রেপো রেট, আশাবাদী RBI গভর্নর

Related articles

বিজেপির ভাষা-সন্ত্রাস, প্রতিবাদে ‘বাংলার মাটি, বাংলার জল’-এ মুখরিত দিল্লি

বিজেপির বাংলা-বিদ্বেষ, ভাষা-সন্ত্রাসের বিরুদ্ধে সংসদ চত্বরে গর্জে উঠলেন তৃণমূল সাংসদরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন ভাষা আন্দোলনের। সেই...

শ্রাবনের শেষ লগ্নে বিদায়ী বর্ষার দাপট! উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা 

চলতি সপ্তাহে শেষ হচ্ছে শ্রাবণ। কিন্তু বৃষ্টির (Rain) ইনিংস থামার কোনও পূর্বাভাস নেই উত্তরবঙ্গে। বরং রয়েছে বিদায়ী বর্ষায়...

দেবকে টক্করের বার্তা শিবপ্রসাদের, ‘ধূমকেতু’ মুক্তির দিনই ‘রক্তবীজ ২’ টিজার প্রকাশ

১৪ অগাস্ট মুক্তি পাচ্ছে 'ধূমকেতু'। দেব-শুভশ্রীর (Dev- Shubhashree Ganguly) মাখো মাখো প্রেমের ছবি নিয়ে হাইপ তুঙ্গে। কৌশিক গঙ্গোপাধ্যায়ের...

সাহস থাকলে লোকসভা ভেঙে দিয়ে দেশ জুড়ে SIR করুক বিজেপি : অভিষেক

ভোটার তালিকায় গরমিল থাকলে ভেঙে দিন লোকসভা, আগে বিজেপি মন্ত্রীরা পদত্যাগ করুন তারপর বিরোধীরা করবে। এরপর সারা দেশে...
Exit mobile version