Monday, November 3, 2025

‘তোমাকে চাই’, ২৮শের ব্রিগেডে বুদ্ধবাবুর ছোঁয়া পেতে মরিয়া বামফ্রন্ট

Date:

কিছুদিন আগে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হতে হয়েছিলো তাঁকে৷ সুস্থ হয়ে বাড়ি ফিরে এই মুহুর্তে চিকিৎসকের পরামর্শে কার্যত শয্যাশায়ী৷ তবুও ঘরবন্দি প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadeb Bhattacharjee) কাছে আলিমুদ্দিনের আর্জি, ‘তোমাকে চাই’৷

২০১৯-এর ফেব্রুয়ারিতে
বামেদের ব্রিগেড সমাবেশে উপস্থিত হলেও ধুলোর ভয়ে গাড়ি থেকেই নামতে পারেননি অসুস্থ প্রাক্তণ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য৷

২৮ ফেব্রুয়ারির ব্রিগেডের (Brigade Parade Ground ) মঞ্চে বুদ্ধদেব ভট্টাচার্যের ছোঁয়া পেতে মরিয়া বাম নেতারা৷ বামফ্রন্ট জানে দীর্ঘদিন সক্রিয় রাজনীতি থেকে দূরে থাকলেও, আজও বামেদের একমাত্র ‘ক্রাউড-পুলার’ এবং ‘ভোট-ক্যাচার’ ওই ৭৭ বছরের অসুস্থ বুদ্ধবাবুই৷ তাই ভারচুয়ালি, অডিও বা লিখিত ভাষণ, যে কোনও ‘ফর্মেই’ হোক, ২৮শের মঞ্চে বুদ্ধদেব ভট্টাচার্যকে রাখতে চাইছে সিপিএম তথা বামনেতারা৷ ঠিক কী ভাবে ব্রিগেডে উপস্থিত করা হবে বুদ্ধবাবুকে, সেই উপায় খুঁজতে এখন ব্যস্ত আলিমুদ্দিন ৷ বামেদের শেষ ব্রিগেডে বুদ্ধবাবু গেলেও সেবার মঞ্চে উঠতে পারেননি৷ ধুলো’র কারনে গাড়িতেই বসে ছিলেন আধঘন্টা৷ এবার শরীর আরও খারাপ৷ চোখেরও সমস্যা রয়েছে৷ চিকিৎসকরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই করোনা- আবহে ( Corona) সিওপিডি’র (COPD) সমস্যা থাকা বুদ্ধবাবুর ব্রিগেড তো দূরের কথা, বাড়ি থেকেই বেরনো যাবে না৷ এসব জেনেও আলিমুদ্দিন পরিকল্পনা বাতিল করেনি৷ পথ খুঁজে বার করতে জোর আলোচনা চলছে৷ যে কোনও ভাবেই হোক, বুদ্ধবাবুকে ব্রিগেডে আনতে চায় বামনেতৃত্ব।

ভোট বড় বালাই।আলিমুদ্দিন সূত্রের খবর, এখন চেষ্টা চলছে, বুদ্ধবাবুর পাম অ্যাভিনিউয়ের বাড়ির অন্দরের ‘ভারচুয়াল মঞ্চ’ থেকে ভাষণ দেবেন বুদ্ধবাবু। এটা সম্ভব না হলে, দ্বিতীয় পথ, তাঁর অডিও বার্তা শোনানো হবে। সেটাও সম্ভব না হলে শেষ বিকল্প, বুদ্ধবাবুর লিখিত ভাষণ পাঠ করা হবে ব্রিগেডে।

আরও পড়ুন-শক্তিশালী অর্থনীতির লক্ষ্যে অপরিবর্তিত রেপো রেট, আশাবাদী RBI গভর্নর

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version