Thursday, December 18, 2025

‘তোমাকে চাই’, ২৮শের ব্রিগেডে বুদ্ধবাবুর ছোঁয়া পেতে মরিয়া বামফ্রন্ট

Date:

Share post:

কিছুদিন আগে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হতে হয়েছিলো তাঁকে৷ সুস্থ হয়ে বাড়ি ফিরে এই মুহুর্তে চিকিৎসকের পরামর্শে কার্যত শয্যাশায়ী৷ তবুও ঘরবন্দি প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadeb Bhattacharjee) কাছে আলিমুদ্দিনের আর্জি, ‘তোমাকে চাই’৷

২০১৯-এর ফেব্রুয়ারিতে
বামেদের ব্রিগেড সমাবেশে উপস্থিত হলেও ধুলোর ভয়ে গাড়ি থেকেই নামতে পারেননি অসুস্থ প্রাক্তণ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য৷

২৮ ফেব্রুয়ারির ব্রিগেডের (Brigade Parade Ground ) মঞ্চে বুদ্ধদেব ভট্টাচার্যের ছোঁয়া পেতে মরিয়া বাম নেতারা৷ বামফ্রন্ট জানে দীর্ঘদিন সক্রিয় রাজনীতি থেকে দূরে থাকলেও, আজও বামেদের একমাত্র ‘ক্রাউড-পুলার’ এবং ‘ভোট-ক্যাচার’ ওই ৭৭ বছরের অসুস্থ বুদ্ধবাবুই৷ তাই ভারচুয়ালি, অডিও বা লিখিত ভাষণ, যে কোনও ‘ফর্মেই’ হোক, ২৮শের মঞ্চে বুদ্ধদেব ভট্টাচার্যকে রাখতে চাইছে সিপিএম তথা বামনেতারা৷ ঠিক কী ভাবে ব্রিগেডে উপস্থিত করা হবে বুদ্ধবাবুকে, সেই উপায় খুঁজতে এখন ব্যস্ত আলিমুদ্দিন ৷ বামেদের শেষ ব্রিগেডে বুদ্ধবাবু গেলেও সেবার মঞ্চে উঠতে পারেননি৷ ধুলো’র কারনে গাড়িতেই বসে ছিলেন আধঘন্টা৷ এবার শরীর আরও খারাপ৷ চোখেরও সমস্যা রয়েছে৷ চিকিৎসকরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই করোনা- আবহে ( Corona) সিওপিডি’র (COPD) সমস্যা থাকা বুদ্ধবাবুর ব্রিগেড তো দূরের কথা, বাড়ি থেকেই বেরনো যাবে না৷ এসব জেনেও আলিমুদ্দিন পরিকল্পনা বাতিল করেনি৷ পথ খুঁজে বার করতে জোর আলোচনা চলছে৷ যে কোনও ভাবেই হোক, বুদ্ধবাবুকে ব্রিগেডে আনতে চায় বামনেতৃত্ব।

ভোট বড় বালাই।আলিমুদ্দিন সূত্রের খবর, এখন চেষ্টা চলছে, বুদ্ধবাবুর পাম অ্যাভিনিউয়ের বাড়ির অন্দরের ‘ভারচুয়াল মঞ্চ’ থেকে ভাষণ দেবেন বুদ্ধবাবু। এটা সম্ভব না হলে, দ্বিতীয় পথ, তাঁর অডিও বার্তা শোনানো হবে। সেটাও সম্ভব না হলে শেষ বিকল্প, বুদ্ধবাবুর লিখিত ভাষণ পাঠ করা হবে ব্রিগেডে।

আরও পড়ুন-শক্তিশালী অর্থনীতির লক্ষ্যে অপরিবর্তিত রেপো রেট, আশাবাদী RBI গভর্নর

Advt

spot_img

Related articles

নিউটাউনের ঝুপড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

উত্তর ২৪ পরগনার নিউটাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার সন্ধ্যার পর...

বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ: বিনিয়োগের বার্তা নিয়ে শিল্পপতিদের সামনে মুখ্যমন্ত্রী

রাজ্যে শিল্প ও বিনিয়োগের সম্ভাবনাকে আরও বিস্তৃত করতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে চলেছে ‘বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ’। ধনধান্য প্রেক্ষাগৃহে...

২২ জানুয়ারি থেকে শুরু ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা, ভার্চুয়ালেও মিলবে মেলার স্বাদ

আর দেড় মাসের অপেক্ষা। আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। বইপ্রেমীদের জন্য এ...

যুবভারতীর বিশৃঙ্খলা-কাণ্ডে শোকজের জবাব জমা তিন শীর্ষ কর্তার

যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠান ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় শোকজের জবাব জমা দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, ক্রীড়া...