শ্রীনাথের রেকর্ড ভাঙলেন বুমরাহ

জাভাগল শ্রীনাথের ( javagal srinath) রেকর্ড ভাঙলেন যশপ্রীত বুমরাহ( jaspreet bumrah)। শুক্রবার ভারতের( india) মাটিতে প্রথম টেস্ট খেলতেন নামলেন বুমরাহ। সাদা জার্সিতে প্রথম দেশের মাটিতে নামলেন তিনি। বিদেশের মাটিতে ১৭ টি টেস্ট খেলেছেন বুমরাহ।। এর আগে এই রেকর্ড ছিল শ্রীনাথের। তিনি ১২ টি টেস্ট বিদেশি মাটিতে খেলার পর ঘরের মাঠে প্রথম নেমেছিলেন শ্রীনাথ।

শুক্রবার চেন্নাইয়ে ইংল‍্যান্ডের( england) বিরুদ্ধে খেলতে নামলেন ভারতীয় দল। এই ম‍্যাচেই দেশের মাটিতে প্রথম টেস্ট খেলতে নামলেন বুমরাহ। ভারতীয়দের মধ্যে বুমরাই প্রথম ক্রিকেটার যিনি, এতগুলো টেস্ট বিদেশের মাটিতে খেলার পর ঘরের মাঠে প্রথম খেলতে নামলেন।  বুমরার আগে জভাগল শ্রীনাথ এই তালিকায় শীর্ষে ছিলেন। এর আগে ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন গঙ্গাও ঘরের মাঠে খেলার আগে বিদেশের মাটিতে ১৭টি টেস্ট খেলেছিলেন।

২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অভিষেক ঘটে বুমরার।

আরও পড়ুন:শীর্ষ আদালতে অবশেষে জামিন পেলেন কমেডিয়ান মুনাবর ফারুকি

Advt

Previous articleশক্তিশালী অর্থনীতির লক্ষ্যে অপরিবর্তিত রেপো রেট, আশাবাদী RBI গভর্নর
Next article‘তোমাকে চাই’, ২৮শের ব্রিগেডে বুদ্ধবাবুর ছোঁয়া পেতে মরিয়া বামফ্রন্ট