Sunday, November 9, 2025

‘নিয়মের ব্যতিক্রম হবে না’, প্রধানমন্ত্রীর ভাইঝিকে প্রার্থী করলো না বিজেপি

Date:

তিনি প্রধানমন্ত্রীর ভাইঝি৷ আমেদাবাদের পুরসভার নির্বাচনে (Municipal vote, Ahmedabad ) প্রার্থী হওয়ার জন্য বিজেপি-র কাছে টিকিটও চেয়েছিলেন৷

কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাইয়ের মেয়ে সোনাল মোদিকে (Sonal Modi) প্রার্থী করলো না বিজেপি(BJP)৷ দলের নিয়ম মেনেই সোনালকে টিকিট দেওয়া হয়নি বলে জানিয়েছে বিজেপি৷ তিনি প্রধানমন্ত্রীর ভাইঝি (niece), শুধুমাত্র একারনেই তাঁকে প্রার্থী করা যায়না, এমনই জানিয়েছে গেরুয়া শিবির৷ নরেন্দ্র মোদির ভাই প্রহ্লাদ মোদির মেয়ে এই সোনাল৷

ইকনমিক টাইমস-এ প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, আমেদাবাদ পুর নির্বাচনের জন্য বিজেপি যে প্রার্থী তালিকা প্রকাশ করেছে, তাতে সোনাল মোদির নাম নেই৷ সোনাল মোদি বোড়াকদেভ ওয়ার্ড থেকে প্রার্থী হওয়ার জন্য বিজেপি-র কাছে টিকিট চেয়েছিলেন৷ প্রহ্লাদ মোদির আমেদাবাদে একটি রেশনের দোকান রয়েছে৷ গুজরাতের ফেয়ার প্রাইস শপস অ্যাসোসিয়েশনের সভাপতিও প্রহ্লাদ মোদি৷ বাংলায় একাধিকবার এসেছেন প্রহ্লাদ৷

সোনাল মোদির বয়স ৩০-এর কাছাকাছি৷ গৃহকর্মের ব্যস্ত থাকেন৷ এ বছর রাজনীতিতে পা রাখার ইচ্ছাপ্রকাশ করেছিলেন তিনি৷ কিন্তু বিজেপি নেতারা জানিয়ে দিয়েছেন, দলের কোনও নেতার আত্মীয়কে টিকিট দেওয়ার নিয়ম নেই৷ প্রধানমন্ত্রী ভাইঝির ক্ষেত্রেও তাই নিয়মের ব্যতিক্রম হবে না৷

সোনাল মোদি অবশ্য দাবি করেছেন, প্রধানমন্ত্রীর ভাইঝি হিসেবে নয়, একজন সাধারণ বিজেপি কর্মী হিসেবেই টিকিট চেয়েছিলেন তিনি৷ মেয়ের পাশে দাঁড়িয়েছেন প্রহ্লাদ মোদি৷ প্রহ্লাদ বলেছেন, “প্রার্থী হতে চাওয়া কখনই স্বজনপোষণ নয়৷ প্রধানমন্ত্রীর নাম ভাঙিয়ে আমরা কখনও কিছু করি না৷ আমাদের পরিবারের প্রত্যেকেই খেটে উপার্জন করি৷”
প্রতিবেদনে বলা হয়েছে, গত ১ ফেব্রুয়ারি বিজেপি সোনাল মোদিকে জানিয়ে দিয়েছে, দলের কোনও নেতার আত্মীয়কে টিকিট দেওয়া হবে না৷ পাশাপাশি জানানো হয়, ৬০-এর উপরে বয়স এবং কাউন্সিলর হিসেবে যাঁরা তিন বারের মেয়াদ কাটিয়ে ফেলেছেন, তাঁদেরও টিকিট দেওয়া হবে না৷

প্রসঙ্গত, আমেদাবাদ, সুরাত, বরোদা এবং রাজকোট, এই চার পুরসভার নির্বাচনের জন্য বৃহস্পতিবার রাতে ৫৭৬ জন প্রার্থীর নাম ঘোষণা করে বিজেপি৷ আগামী ২১ ফেব্রুয়ারি গুজরাতের ৬টি পুরসভার নির্বাচন হবে৷ আরও ৮১টি পুরসভা, ৩১টি জেলা পঞ্চায়েত এবং ২৩১টি তালুকা পঞ্চায়েতে ভোট হবে আগামী ২৮ ফেব্রুয়ারি৷

আরও পড়ুন:যত বেশি সম্ভব দফায় নির্বাচনের দাবি নিয়ে কমিশনে দিলীপ, লকেটরা

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version