“খেলা হবে” স্লোগানে মাতল কোন্নগর, পুড়ল প্রবীর ঘোষালের কুশপুতুল

বিধানসভা ভোটের আগে একটা স্লোগান মানুষের মুখে মুখে ঘুরছে সেটা হল “খেলা হবে”। আর সেই স্লোগানকে সামনে রেখে কোন্নগরে বিশাল মিছিল করলেন তৃণমূলের (Tmc) নেতা-কর্মীরা। শুক্রবার, কোন্নগর শহর জুড়ে বিশাল মিছিল করে তৃণমূল। এরপর কোন্নগরে বাটার মোড়ে দলত্যাগী উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষালের (Prabir Ghosal) কুশপুতুল দাহ করা হয়।

উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল তৃণমূল ছেড়ে বিজেপি (Bjp) দলে যোগদানের পরেই তেতে উঠেছে উত্তরপাড়া বিধানসভার তৃণমূলের নেতা-কর্মীরা। বিভিন্ন জায়গায় “পাপ বিদায় হয়েছে” স্লোগানে সরব হয়েছে তৃণমূল। এদিন তৃণমূল নেতা-কর্মীরা “খেলা হবে” স্লোগানে কোন্নগরে (Kannogar) মিছিল করায় এলাকায় শাসকদলের কর্মী-সমর্থকদের মনোবল বৃদ্ধি হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন- ব্যারাকপুর-বারাসাত মেট্রো মাটির নীচ থেকেই, মোদির হস্তক্ষেপে কাটলো জমি জট

Advt