Wednesday, August 27, 2025

হলদিয়া পুরসভার নতুন চেয়ারম্যান সুধাংশুশেখর মণ্ডল

Date:

Share post:

প্রত্যাশামতোই পূর্ব মেদিনীপুরের হলদিয়া পুরসভার (Haldia Municipality) নতুন চেয়ারম্যান (Chair Person) হলেন সুধাংশুশেখর মণ্ডল (Sudhanshu sekhar Mondal)। এতদিন পর্যন্ত তিনি পুরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন। আজ, শুক্রবার চেয়ারম্যান নির্বাচনের বিশেষ বোর্ড মিটিংয়ের মাধ্যমে তিনি নির্বাচিত হন। তবে চেয়ারম্যান নির্বাচনে ৪জন কাউন্সিলর এদিন অনুপস্থিত ছিলেন। পদত্যাগী চেয়ারম্যান শ্যামল আদক, দেবপ্রসাদ মণ্ডল, সত্যব্রত দাস এবং অনিমা হালদার এদিনের সভায় আসেননি।

নতুন চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ করান হলদিয়ার মহকুমাশাসক অবনিত পুনিয়া। এদিন চেয়ারম্যান নির্বাচনের আগে জেলা তৃণমূলের পক্ষ থেকে সুধাংশুবাবুকে সমর্থনের জন্য দলীয় হুইপ দেওয়া হয়। তবে নতুন চেয়ারম্যান এই ধরনের হুইপ জারির কথা অস্বীকার করেছেন।

চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর সুধাংশুশেখর মণ্ডল জানান, উপস্থিত কাউন্সিলররা সর্বসম্মতিক্রমে তাঁকেই নির্বাচিত করেছেন। তবে দলীয় হুইপ নিয়ে কাউন্সিলরদের একাংশের মনে মধ্যে ক্ষোভ রয়েছে। মাসখানেকের মধ্যে নতুন ভাইস চেয়ারম্যান নির্বাচন হবে বলে জানান সুধাংশুবাবু।

আজ চেয়ারম্যান নির্বাচনকে ঘিরে চাপা উত্তেজনা ছিল হলদিয়া পুরসভা এলাকায়। সেজন্য পুলিশ ও RAF দিয়ে মুড়ে ফেলা হয়েছিল পুরসভা চত্বর। কোনও ধরনের জমায়েত করতে দেয়নি পুলিশ। অবশেষে সবকিছু নির্বিঘ্নে ঘটে।

আরও পড়ুন:নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী চূড়ান্ত হয়েছে, জানালেন সাংসদ কল্যাণ

Advt

 

spot_img

Related articles

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...

নিউ টাউনে নাবালিকা ধর্ষণ – খুন! অভিযুক্তকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ আদালতের 

নিউ টাউনের নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সাব্যস্ত টোটো চালক সৌমিত্র রায়কে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল...