Friday, August 22, 2025

জোড়াবাগান কাণ্ড: নাবালিকার পরিবারের পাশে রাজ্য, মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইলেন অগ্নিমিত্রা

Date:

জোড়াবাগান কাণ্ডে (Jorabagan) তুঙ্গে রাজনৈতিক চাপানউতর। ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই তৎপরতার সঙ্গে রহস্যের কিনারা করে ফেলেছে কলকাতা পুলিশ (Kolkata Police)। গ্রেফতার করা হয়েছে যে বাড়িতে ঘটনা ঘটেছিল, তার কেয়ারটেকার-কে। যদিও এই ঘটনায় নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে বিধানসভা ভোটের (Assembly Election) আগে শাসকের বিরুদ্ধে সলতে পাকানোর কাজটা শুরু করেছে গেরুয়া শিবির।

আজ, শুক্রবার দুপুরে মৃত নাবালিকার উত্তর কলকাতার বাড়ির ভিতরে যখন স্থানীয় তৃণমূল (TMC) বিধায়ক তথা রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা (Shashi Panja)। ঠিক তখনই বাড়ির বাইরে দাঁড়িয়ে দলবল নিয়ে দাঁড়িয়ে ফুঁসছিলেন বিজেপির (BJP) মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পল (Agnimitra Pal)। জোড়াবাগান থানায় যান বিজেপির মহিলা মোর্চার সদস্যরা। থানা ঘেরাও কর্মসূচি নেন তাঁরা। যা নিয়ে মৃতা নাবালিকার বাড়ির চত্বরে সাময়িক উত্তেজনা তৈরি হয়।

অগ্নিমিত্রা সাফ জানান, মৃতার মায়ের সঙ্গে দেখা না করে ফিরবেন না তিনি। ঘটনা তদন্ত প্রসঙ্গে তিনি বলেন, ”পুলিসকে নিষ্ক্রিয় করে রেখেছেন মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার মতো জায়গায় সিসিটিভি নেই। অথচ মাননীয়া হাজার হাজার কোটি টাকা খরচ করে প্রকল্পের কথা বলেন। তৃণমূল শাসিত রাজ্যে আসল অপরাধিকে আড়াল করতেই অন্যকে ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে বলেও দাবি করেন অগ্নিমিত্রা। এখানেই শেষ নয়, ঘটনার দায় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেছেন অগ্নিমিত্রা।”

আরও পড়ুন:নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী চূড়ান্ত হয়েছে, জানালেন সাংসদ কল্যাণ

অন্যদিকে, মৃতার বাড়ি থেকে বেরিয়ে বিজেপির ভূমিকার তীব্র নিন্দা করে মন্ত্রী শশী পাঁজা। তাঁর কথায়, ”এমন একটা দুর্ভাগ্যজনক ঘটনায় বিজেপি এসে রাজনীতি করছে। পুলিশ কাজ করছে। দোষীরা সকল গ্রেফতার হবে। কিন্তু বিজেপি রাজনীতি করছে। একেবারেই এটা করা উচিত নয়।”

Related articles

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...
Exit mobile version