Wednesday, January 14, 2026

কৃষকদের চাক্কা জ্যামে পূর্ণ সমর্থন রাহুল-প্রিয়াঙ্কার

Date:

Share post:

কৃষকদের চাক্কা জ্যাম (Chakka Jam)  কর্সমসূচিকে পূর্ণ সমর্থন  জানাল কংগ্রেস। শনিবার সকালেই কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী (Rahul Gandhi) টুইট করে এই সমর্থনের কথা  জানিয়েছেন । তিনি বলেন, “অন্নদাতাদের শান্তিপূর্ণ সত্যাগ্রহ দেশের স্বার্থেই করা হচ্ছে। এই আন্দোলনে সম্পূর্ণ সমর্থন রয়েছে আমাদের।” রাহুলের পাশাপাশি প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi)-ও  নিজের সমর্থন জানিয়ে টুইট করেছেন।  আন্দোলনস্থলে একাধিক ব্যারিকেডের একটি ছবি টুইট করে লেখেন, “ভয়ের দেওয়াল তৈরি করে ভয় দেখানোর চেষ্টা কেন করছো?”

 

কৃষি আইন প্রত্যাহারের দাবিতে প্রথম থেকেই সরব হয়েছিল কংগ্রেস। প্রজাতন্ত্র দিবসের দিন  দিল্লির লালকেল্লায় বিশৃঙ্খলার পরও সেই সমর্থন তুলে নেয়নি কংগ্রেস। শনিবার কৃষকদের ডাকে দেশজুড়ে তিনঘণ্টার  চাক্কা জ্যামের সমর্থনে তিনি টুইট করে বলেন, “দেশের স্বার্থেই অন্নদাতারা শান্তিপূর্ণ আন্দোলন করছেন। এই তিনটি আইন কেবল কৃষক-শ্রমিকদের পক্ষেই ক্ষতিকর নয়, একইসঙ্গে দেশের মানুষদের জন্যেও অত্যন্ত ভয়ানক। আমি এই আন্দোলনে পূর্ণ সমর্থন জানাচ্ছি।”কেন্দ্রীয় বাজেটের সমালোচনা করেও রাহুল গান্ধী গতকাল টুইট করে বলেছিলেন, “কৃষি আইনের পর এবার কেন্দ্রীয় বাজেটের মাধ্যমে অন্নদাতাদের উপর আঘাত হেনেছে মোদী সরকার।”

এদিকে, কৃষক সংগঠনগুলির তরফ থেকে দিল্লিতে চাক্কা জ্যাম করা হবে না বলে জানানো হলেও শনিবার সকাল থেকেই সীমান্তে প্রায় ৫০ হাজার পুলিশকর্মী, রিজার্ভ ফোর্স, আধা সামরিক বাহিনী মোতায়েন রয়েছে। এছাড়াও ড্রোন দিয়ে আন্দোলনস্থলের উপর নজরদারি চালানো হচ্ছে।

Advt

spot_img

Related articles

যে কোনও উপায়ে দেশে ফিরে যান: ইরানে ভারতীয়দের জন্য নির্দেশ জারি

ক্রমশ পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে ইরানে। একদিকে খামেনেই প্রশাসনের দমননীতিতে প্রাণ হারাচ্ছেন দেশের বিদ্রোহীরা। অন্যদিকে বিদ্রোহীদের দমনের বিরুদ্ধে...

রাজকোটে শতরান করে নয়া নজির, সেলিব্রেশন বদলে ফেললেন রাহুল

বিরাট রোহিতদের ব্যর্থতার দিনে উজ্জ্বল কেএল রাহুল(KL Rahul )। ফের একবার ভারতীয় ব্যাটিংয়কে ভরসা দিলেন কঠিন সময়ে। শতরান...

বিধানসভা ভোটের আগেই রাজ্যসভা নির্বাচন, প্রস্তুতি শুরু কমিশনের

বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে রাজ্যসভার নির্বাচন করানোর প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, আগামী ২ এপ্রিল...

প্রকল্প দ্রুত সম্পাদনে সক্রিয় ও কার্যকর নজরদারি

অলকেশ কুমার শর্মা ভারতীয় অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি হল পরিকাঠামো ক্ষেত্র। উন্নতমানের পরিকাঠামো কেবল উন্নত পরিষেবার স্থায়ী চাহিদাই সৃষ্টি...