Friday, August 22, 2025

কৃষকদের চাক্কা জ্যামে পূর্ণ সমর্থন রাহুল-প্রিয়াঙ্কার

Date:

Share post:

কৃষকদের চাক্কা জ্যাম (Chakka Jam)  কর্সমসূচিকে পূর্ণ সমর্থন  জানাল কংগ্রেস। শনিবার সকালেই কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী (Rahul Gandhi) টুইট করে এই সমর্থনের কথা  জানিয়েছেন । তিনি বলেন, “অন্নদাতাদের শান্তিপূর্ণ সত্যাগ্রহ দেশের স্বার্থেই করা হচ্ছে। এই আন্দোলনে সম্পূর্ণ সমর্থন রয়েছে আমাদের।” রাহুলের পাশাপাশি প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi)-ও  নিজের সমর্থন জানিয়ে টুইট করেছেন।  আন্দোলনস্থলে একাধিক ব্যারিকেডের একটি ছবি টুইট করে লেখেন, “ভয়ের দেওয়াল তৈরি করে ভয় দেখানোর চেষ্টা কেন করছো?”

 

কৃষি আইন প্রত্যাহারের দাবিতে প্রথম থেকেই সরব হয়েছিল কংগ্রেস। প্রজাতন্ত্র দিবসের দিন  দিল্লির লালকেল্লায় বিশৃঙ্খলার পরও সেই সমর্থন তুলে নেয়নি কংগ্রেস। শনিবার কৃষকদের ডাকে দেশজুড়ে তিনঘণ্টার  চাক্কা জ্যামের সমর্থনে তিনি টুইট করে বলেন, “দেশের স্বার্থেই অন্নদাতারা শান্তিপূর্ণ আন্দোলন করছেন। এই তিনটি আইন কেবল কৃষক-শ্রমিকদের পক্ষেই ক্ষতিকর নয়, একইসঙ্গে দেশের মানুষদের জন্যেও অত্যন্ত ভয়ানক। আমি এই আন্দোলনে পূর্ণ সমর্থন জানাচ্ছি।”কেন্দ্রীয় বাজেটের সমালোচনা করেও রাহুল গান্ধী গতকাল টুইট করে বলেছিলেন, “কৃষি আইনের পর এবার কেন্দ্রীয় বাজেটের মাধ্যমে অন্নদাতাদের উপর আঘাত হেনেছে মোদী সরকার।”

এদিকে, কৃষক সংগঠনগুলির তরফ থেকে দিল্লিতে চাক্কা জ্যাম করা হবে না বলে জানানো হলেও শনিবার সকাল থেকেই সীমান্তে প্রায় ৫০ হাজার পুলিশকর্মী, রিজার্ভ ফোর্স, আধা সামরিক বাহিনী মোতায়েন রয়েছে। এছাড়াও ড্রোন দিয়ে আন্দোলনস্থলের উপর নজরদারি চালানো হচ্ছে।

Advt

spot_img

Related articles

অর্ডার ছাড়া বর্ডার ক্রস নয়, ওয়ার্নিং নুসরতের!

অঙ্কুশ হাজরার 'গোবিন্দ দাঁত মাজে না' আর কৌশানী মুখোপাধ্যায়ের 'ডাকাতিয়া বাঁশি'র পর থেকে উইন্ডোজের সিনেমায় আইটেম ডান্স বা...

সুপ্রিম রায়ে বদল: জোর পথকুকুরদের বন্ধ্যাত্বকরণ ও প্রতিষেধকে, রয়েছে ব্যতিক্রমও

দিল্লির পথকুকুরদের নিয়ে রায় বদল করল শীর্ষ আদালত। আগের রায়ে স্থগিতাদেশ দিয়ে শুক্রবার, সুপ্রিম কোর্টের (Supreme Court) ৩...

শিল্পপতি স্বরাজ পলের মৃত্যুতে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর

৯৪ বছর বয়সে প্রয়াত অনাবাসী শিল্পপতি তথা সমাজসেবক লর্ড স্বরাজ পল (Lord Swaraj Paul)। লন্ডনে থাকলেও দেশের প্রতি...

কৌশিকী অমাবস্যার বিশেষ মাহাত্ম্য! কেন ভাদ্রমাসেই এই পুজো হয়

আজ কৌশিকী অমাবস্যা (Kaushiki Amabasya)। ভাদ্র মাসের অমাবস্যায় এই পার্বণ অত্যন্ত পুণ্যদায়ী এবং পবিত্র৷ শুক্রবার সকাল ১১.৫৫ মিনিটে...