Wednesday, November 12, 2025

নাড্ডার মালদহ এবং নদীয়া সফর আজ, নবদ্বীপে গেরুয়া রথযাত্রার সূচনাও

Date:

পূর্বঘোষিত কর্মসূচি অনুসারে আজ, শনিবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডার (JP Nadda) মালদহ এবং নদীয়া সফর৷ শনিবার সকাল ১০টা ৫০ মিনিটে মালদহ বিমানবন্দরে নাড্ডার হেলিকপ্টার নামবে৷ সেখান থেকে সড়কপথে তিনি যদুপুর আম গবেষণা কেন্দ্রে যাবেন। এর পর গাড়িতে যাবেন পুরাতন মালদহের সাহাপুর৷ ওখানে বিজেপি এক ‘সহভোজ’-এর আয়োজন করেছে। বিজেপি সভাপতি প্রায় তিন হাজার কৃষকের সঙ্গে বসে খিচুড়ি-তরকারি খাবেন।

মধ্যাহ্নভোজনের পর নাড্ডা ইংলিশবাজার শহরের পোষ্ট অফিস মোড়ে দুপুর ১২টা ৩৫ মিনিট থেকে একঘণ্টা রোড-শো (Roadshow) করবেন। জেলা সদরের পোষ্ট অফিস মোড় থেকে মকদমপুর, গৌড়রোড মোড় ও রাজমহল রোড হয়ে নাড্ডার রোড-শো রবীন্দ্র স্ট্যাচু পর্যন্ত যাবে।

মালদহ থেকেই জেপি নাড্ডা উড়ে যাবেন নদীয়ায়। বেলা ৩টে নাগাদ নবদ্বীপ পৌঁছবেন। স্থানীয় চটিরমাঠে তাঁর জনসভা (Mass Meeting) ও পরিবর্তন যাত্রার উদ্বোধন করার কথা। সভাস্থলের পাশে রয়েল ক্লাবের মাঠে হেলিকপ্টারে তিনি নামবেন। পাশের মাঠেই হয়েছে সভামঞ্চ৷ সভার মূল মঞ্চের পাশে অন্য একটি মঞ্চ করা হয়েছে। ওই মঞ্চ থেকে পরিবর্তন যাত্রার সূচনা করবেন তিনি। বিজেপির কেন্দ্রীয় নেতা তথা রাজ্যের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সহ অন্যান্য নেতানেত্রীরা ওই কর্মসূচিতে অংশ নেবেন। জেলা পুলিসের কর্তারা শুক্রবার সভাস্থল পরিদর্শন করেন। বিজেপির তরফে জানানো হয়েছে, এদিন জেপি নাড্ডা কৃষ্ণনগর দক্ষিণ, ধুবুলিয়া, নাকাশিপাড়াতেও সভা করবেন৷

এদিকে আগামী ৮ ফেব্রুয়ারি কাকদ্বীপ থেকে বিজেপির পরিবর্তন- রথযাত্রা শুরু হবে। ডায়মণ্ডহারবারে আগের সফরে জেপি নাড্ডার কনভয় যেখানে আক্রান্ত হয়েছিল, গেরুয়া পরিবর্তন- রথ সেখান দিয়েও যাবে। ওই রথযাত্রায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রাই হাজির থাকবেন৷ জানা যাচ্ছে, কাকদ্বীপ থেকে পরিবর্তন-যাত্রার সূচনায় থাকতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

আরও পড়ুন-কাঁথিতে আজ অভিষেকের সভা, থাকবেন লক্ষাধিক কর্মী- সমর্থক

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version