Monday, August 25, 2025

‘ভারতরত্ন’ দেওয়ার দাবি বন্ধ করুক নেটিজেনরা, কেন বললেন সমাজসেবী টাটা?

Date:

#BharatRatnaForRatanTata। এই মূহুর্তে টুইটারে ট্রেন্ডিং হয়ে গিয়েছে ‘ভারতরত্ন ফর রতন টাটা’। দাবি উঠছে টাটা সন্স গ্রুপের চেয়ারম্যান রতন টাটাকে ‘ভারতরত্ন’ দেওয়ার। সেই দাবিকে কার্যত বন্ধ করার বার্তা দিয়েছেন খোদ টাটা গ্রুপের চেয়ারম্যান তথা সমাজসেবী। তিনি অনুরোধ জানিয়েছেন নেটিজেনদের কাছে, এই দাবি জানানোর কোনও দরকার নেই। তিনি ভারতীয় হিসেবে দেশের উন্নতি ও সমৃদ্ধির পথে একজন অংশীদার হতে পেরে গর্বিত।

টাটাকে ‘ভারতরত্ন’ দেওয়া উচিত এ দাবি সর্বপ্রথম তোলেন মোটিভেশনাল স্পিকার ড. বিবেক ভিন্দ্রা। শুক্রবার তিনি টুইটারে দাবি করেন, “দেশের প্রতি অবদানের জন্য রতন টাটাকে সর্বোচ্চ অসামরিক পুরস্কার ‘ভারতরত্ন’ দেওয়া উচিত।” এই দাবি জানিয়ে তিনি শুরু করেন #BharatRatnaForRatanTata এই হ্যাশট্যাগটি। কিছুক্ষণের মধ্যে সেটি ট্রেন্ডিং হয়ে যায়। বিবেকের সঙ্গে সহমত হন বহু নেটিজেন। এরপরই শনিবার সকালে রতন টাটা টুইট করে সকলকে অনুরোধ করেন, এমন দাবি তোলা বন্ধ করুন নেটিজেনরা। তিনি লেখেন, “একটি অ্যাওয়ার্ডের দাবিতে সোশ্যাল মিডিয়ার একাংশের আবেগকে আমি সম্মান জানাচ্ছি। আমার বিনীত অনুরোধ, এই ধরনের প্রচার বন্ধ হোক। আমি ভাগ্যবান যে, ভারতীয় হিসেবে দেশের উন্নতি ও সমৃদ্ধির পথে একজন অংশীদার হতে পেরেছি।”

রতন টাটা একজন বিখ্যাত শিল্পপতি হওয়ার পাশাপাশি তিনি একজন সমাজসেবীও। গত বছরের মার্চে করোনা মোকাবিলায় তাঁর সংস্থা টাটা ট্রাস্টের তরফে ৫০০ কোটি টাকা অনুদান দেওয়া হয়। পরে আরও ১ হাজার কোটি টাকার অনুদানের কথা ঘোষণা করেন রতন টাটা। কিছুদিন আগে টাটা সন্স গোষ্ঠীর এক অসুস্থ প্রাক্তন কর্মচারীর বাড়িতে হঠাৎই চলে গিয়েছিলেন তিনি।

আরও পড়ুন-৫০ হাজার সশস্ত্র বাহিনী, জলকামান নিয়ে কৃষকদের ‘চাক্কা জ্যাম’-এর মোকাবিলায় পুলিশ

Related articles

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...
Exit mobile version