বার্থ সার্টিফিকেট এবার অনলাইনে

বার্থ সার্টিফিকেটের (Birth certificate) জন্য আর পৌর অফিসে (corporation office)গিয়ে লম্বা লাইন দিতে হবে না। ঘরে বসেই তা পেয়ে যাবেন । কারণ, জন্ম শংসাপত্রের জন্য এবার অনলাইন পরিষেবা (online service)শুরু করল কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation)। কলকাতা পুরসভার নিজস্ব ওয়েবসাইটে (official website)গিয়ে নির্দিষ্ট অপশনে ক্লিক করলেই বার্থ সার্টিফিকেটের জন্য জন্য আবেদন করতে পারবেন। ফরম ফিলাপ করে অনলাইনে জমা করতে হবে। সেখানেই জানিয়ে দেওয়া হবে কবে সেই শংসাপত্র হাতে পাওয়া যাবে ।

ভিড় এবং ভোগান্তি এড়িয়ে নগরবাসীকে কীভাবে সরকারি পরিষেবা দেওয়া যায় তা নিয়ে বেশ কিছুদিন ধরেই ভাবনা চিন্তা করছিল কলকাতা পুরসভা। মাত্র দিনকয়েক আগেই পুরসভার তরফে জানানো হয়, এবার থেকে ট্রেড লাইসেন্সের জন্যও আবেদন করা যাবে অনলাইনে। আর তারপরেই সিদ্ধান্ত নেওয়া হলো যে বার্থ সার্টিফিকেটও অনলাইনে দেওয়া হবে ।

Advt

Previous articleনা জেনেই কৃষক আন্দোলন নিয়ে মন্তব্য করছেন আন্তর্জাতিক সেলিব্রেটিরা: জয়শঙ্কর
Next articleকরোনা ভ্যাকসিন নিতে অনিচ্ছুক স্বাস্থ্যকর্মীরাই, চিন্তায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক