Friday, December 19, 2025

উত্তরাখণ্ডের তুষারধস : মৃতের সংখ্যা বেড়ে ১৮, নিখোঁজ ২০০

Date:

Share post:

যত সময় এগোচ্ছে দুঃসংবাদ আরও বাড়ছে। রবিবার উত্তরাখণ্ডে চামোলি হিমবাহে ফাটল ও তুষারধসের জেরে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয় সেখানে। এখনও পর্যন্ত ১৮ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। নিখোঁজ প্রায় ২০০। তপোবন লাগোয়া এলাকার সুড়ঙ্গে আটকে পড়েছেন যাঁরা, তাঁদের উদ্ধার করার চেষ্টা চলছে। তুষারধস এবং জলস্রোতের ফলে ক্ষতির মুখে জলবিদ্যুৎ কেন্দ্র এবং পাঁচটি সেতু। বিভিন্ন এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে স্থানীয়দের। সেনাবাহিনীর তরফে পাঠানো হয়েছে ছয়টি কলাম এবং নেভির সাতটি ডাইভিং দল।

ইন্দো-টিবেটিয়ান বর্ডার পুলিশের ডিরেক্টর জেনারেল এসএস দেশওয়াল জানিয়েছেন, তপোবন এলাকার ‘ন্যাশনাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড’ সংলগ্ন এলাকা থেকে আটজনের দেহ উদ্ধার করা হয়েছে। আইটিবিপির মুখপাত্র বিবেক পাণ্ডে জানিয়েছেন, দ্বিতীয় একটি সুড়ঙ্গে অভিযান চলছে। সেখানে প্রায় ৩০ জন আটকে রয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। সেখানে ৩০০ জনের মতো আইটিবিপি জওয়ানকে মোতায়েন করা হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, এখনও ১৭০ জনের মতো মানুষের খোঁজ মিলছে না।

উত্তরাখণ্ড পুলিশের ডিজি অশোক কুমার জানিয়েছেন, এখনও ১০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তপোবন থেকে তিনজনের দেহ উদ্ধার করা হয়েছে। কর্ণপ্রয়াগের দিকে আরও সাতজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার তপোবনের ছোটো সুড়ঙ্গ থেকে ১২ জনকে উদ্ধার করা হয়েছে। জলস্রোতের কারণে যে বড় সুড়ঙ্গগুলির মুখ বুজে গিয়েছে, সেগুলি খোলার চেষ্টা চলছে।

চামোলি পুলিশের তরফে জানানো হয়েছে, বিভিন্ন এলাকা থেকে ১৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ১৮০ টি ভেড়া এবং ছাগল ভেসে গিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। দুই মহিলা-সহ পাঁচ স্থানীয় বাসিন্দার মৃত্যু হয়েছে। হিমবাহে ফাটল ধরার ফলে পাহাড়ের তলদেশের বাড়ি ও বসতি প্রায় ভেসে গিয়েছে। আইটিবিপি-র এক মুখপাত্র বলেছেন, রেনি গ্রামের কাছে একটি ব্রিজ ভেঙে যাওয়ার কারণে কয়েকটি সীমান্ত পোস্টও ভেসে গিয়েছে যেগুলি সম্পূর্ণ নিষিদ্ধ ছিল বলেও জানিয়েছেন তিনি।

ইতিমধ্যেই উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত এই ঘটনায় মৃতদের পরিবারের প্রতি ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন।

আরও পড়ুন-উত্তরাখণ্ডের তুষারধস নিয়ে টুইট ব্রিটিশ প্রধানমন্ত্রীর, যে কোনও প্রয়োজনে পাশে থাকার আশ্বাস

Advt

spot_img

Related articles

বর্ষসেরা মহিলা সাংসদের পুরস্কার দোলা সেনকে, দেশ-রাজ্যবাসীকে ধন্যবাদ আপ্লুত তৃণমূল সাংসদের

সেরা মহিলা সাংসদের সম্মান পেলেন তৃণমূলের (TMC) রাজ্যসভার সাংসদ দোলা সেন (Dola Sen)। প্রতিটি বিভাগে সংসদের উভয় কক্ষ...

আইএসএল আয়োজনে উদ্যোগী ক্লাব জোট রূপরেখা পাঠাল দিল্লিতে, ব্যতিক্রমী ইস্টবেঙ্গল

আইএসএল করার রূপরেখা তৈরি করে  কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক ও সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে  চিঠি পাঠাল আইএসএলের(ISL) ১২ ক্লাবের সম্মিলিত জোট। ...

প্রেসক্রিপশনের স্বচ্ছতা বজায় রাখতে নয়া অ্যাপ আনছে রাজ্য

স্বাস্থ্য দফতরের (West Bengal Health Department) বারবার বলা সত্ত্বেও রাখা হচ্ছে না প্রেসক্রিপশনের সচ্ছতা। এবার অনিয়ম রুখতে নয়া...

বাংলাদেশ এখন জিহাদিস্তান! হিংসাত্মক তাণ্ডবের তীব্র নিন্দা তসলিমার

মৌলবাদী ও জেহাদিদের বিক্ষোভে ফের উত্তাল বাংলাদেশ। ছাত্রনেতা হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই অশান্তি চরমে। প্রতিবেশী রাষ্ট্রে ছড়িয়ে...