Saturday, November 8, 2025

কর্মরত মায়েদের বিশেষ পরামর্শ দিলেন বাইডেন-পত্নী, কী বললেন?

Date:

কর্মরত মায়েদের বিশেষ উপদেশ দিলেন মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন। লকডাউন এবং তার পরবর্তী পরিস্থিতি অনেক মানুষেরই জীবন পালটে দিয়েছে। অনেকেই ভার্চুয়াল কাজে দক্ষ হয়েছেন অনেকেই হয়ে উঠতে পারেননি। নিজের ৪৩ বছরের দাম্পত্য জীবনে ২ বছর কাজ থেকে বিরতি নিয়েছিলেন জিল। তিনি নিজের কেরিয়ার ও একা হাতে ঘর সামলানোর অভিজ্ঞতা শেয়ার করেছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কর্মরত মায়েদের সমস্যা নিয়ে কথা বলেছেন মার্কিন ফার্স্ট লেডি। তাঁর কথায়, প্রত্যেক মাকে, নিজের জন্য সময় বের করতেই হবে। প্রত্যেক মূহুর্তে মায়েদের মাথায় অনেক কিছু ঘুরতে থাকে। কিছুটা সময় সেসব না ভেবে শুধু নিজের জন্য ভাবাটাও প্রয়োজন। প্রয়োজন ভালোবাসাও। সেইসঙ্গে ৬৯ বছর বয়সী জিল আরও বলেছেন, কীভাবে অতিমারি কর্মরত মায়েদের কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল তা নিজে উপলদ্ধি করেছেন। বাচ্চাদের স্কুলে না পাঠাতে পারা, খেলাধুলো বন্ধ করে সারাদিন তাদের ঘরে রাখা, একজন মা-কে কী কী মানিয়ে নিতে হয়, সেসব উপলব্ধিও শেয়ার করেছেন তিনি। জিল বাইডেনের তরফে মায়েদের উদ্দেশে তাঁর বার্তা, “হতে পারে দিনের পর দিন আপনাকে একঘেয়ে খাবার বানাতে হয়েছে। হতে পারে মাঝে মধ্যেই আপনি মেজাজ হারিয়ে ফেলেছেন, হতে পারে বাচ্চাদের সঙ্গে ‘মজাদার মা’ হতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েছেন, কী হয়েছে তাতে! আপনি হেরে যাননি, আপনি শক্তিশালী। আপনি প্রাণবন্ত।”

কীভাবে জো বাইডেনের জীবনে এসেছিলেন জিল? আমেরিকার প্রেসিডেন্ট জানান, তাঁর জীবনের একটি অন্যতম গুরুত্বপূর্ণ সময়ে জিল বাইডেনের সঙ্গে দেখা হয়। তাঁর ভেঙে যাওয়া পরিবারকে এক করেছিলেন জিল। তিনি আরও বলেন, ‘ওর সঙ্গে আলাপের পরই বুঝেছিলাম আমি ওর মতো মানুষকেই বিয়ে করতে চাই। এই ৪৩ বছরে আমরা অনেক ঝগড়াও করেছি। কিন্তু আমি ওকে পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করি।’

আরও পড়ুন-ডেরেককে কটাক্ষ করে রাজ্যসভায় বাংলার গণতন্ত্র নিয়ে প্রশ্ন তুললেন নরেন্দ্র মোদি

Related articles

কাশ্মীরের কুপওয়ারা সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা, সেনার গুলিতে খতম ২ জঙ্গি 

শনিবার সকালে ভূস্বর্গে ভারতীয় সেনার (Indian Army) সাফল্য। কাশ্মীরের (Kashmir) কুপওয়াড়ায় খতম দুই জঙ্গি। দুজনেই কেরান সেক্টরের নিয়ন্ত্রণ...

KIFF: শনিবারের সিনেপার্বণে ‘অরণ্যের দিনরাত্রি’, সিনেমার গানের আড্ডায় সুমন – প্রসেনজিৎ

শহর জুড়ে কুড়িটি প্রেক্ষাগৃহে ২১৫টি ছবির আসর নিয়ে শুরু হয়েছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (31st Kolkata International...

আজ সোনার মেয়ে রিচার সংবর্ধনায় সিএবির অনুষ্ঠান, মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন টলিতারকারাও

বাঙালি ক্রিকেটার হিসেবে বিশ্ব জয় করেছেন রিচা ঘোষ (Richa Ghosh)। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা ভালোবাসায় আপ্লুত শিলিগুড়ির...

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...
Exit mobile version