Thursday, August 21, 2025

ডেরেককে কটাক্ষ করে রাজ্যসভায় বাংলার গণতন্ত্র নিয়ে প্রশ্ন তুললেন নরেন্দ্র মোদি

Date:

পশ্চিমবঙ্গে একুশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেছে বিজেপি(BJP)। আর সেই লক্ষ্যে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আনাগোনা বেড়ে গিয়েছে ব্যাপকভাবে। রবিবার হলদিয়া সরকারি অনুষ্ঠানে যাওয়ার আগে রাজনৈতিক মঞ্চ থেকে তৃণমূল সরকারকে কড়া ভাষায় আক্রমণ শানাতে দেখা গিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে(Narendra Modi)। এবার রাজ্যসভায় রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ প্রস্তাবের জবাব দিতে গিয়ে ফের বাংলার প্রসঙ্গ তুলে আনলেন তিনি। একইসঙ্গে কটাক্ষ করলেন রাজ্যসভার তৃণমূল(TMC) সাংসদ ডেরেক ও’ব্রায়েনকে(Derek O’Brien)।

সোমবার সংসদ অধিবেশনে বিজেপি সরকারের আমলে দেশের গণতন্ত্রের বেহাল দশা তুলে ধরেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। একই সঙ্গে তাঁর দাবি, সংবিধানের বাক স্বাধীনতা ক্ষুন্ন হয়েছে এই সরকারের আমলে। এরপর ডেরেকের দাবিকে ফুৎকারে উড়িয়ে নিজের ভাষণে তৃণমূল সাংসদকে রীতিমতো আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে বাংলার গণতন্ত্র নিয়ে প্রশ্ন তোলেন তিনি। বলেন, ‘তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন যখন বক্তব্য রাখছিলেন আমি ওনার বক্তব্য মন দিয়ে শুনছিলাম। উনি সংবিধানের বাক স্বাধীনতার কথা বলছিলেন, দেশের গণতন্ত্রকে পদদলিত হওয়ার কথা বলছিলেন। আর সেই সব কথা বলতে গিয়ে সুন্দর সুন্দর শব্দের প্রয়োগ করেছিলেন উনি। আমি তো বুঝতেই পারছিলাম না উনি দেশের কথা বলছেন নাকি বাংলার কথা বলছেন? উনি নিজের রাজ্যে সর্বদা এগুলি দেখতে পান। তাই হয়তো সে কথা এখানে বলে ফেলেছেন।’ পাশাপাশি তৃণমূল সরকারকে কটাক্ষ করে তিনি বলেন, ‘বাংলার রাজনীতির জন্য কেন্দ্রীয় সরকারের প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন সেই রাজ্যের বাসিন্দারা।’

আরও পড়ুন:‘আন্দোলন বন্ধ করুন’, কৃষকদের কাছে আলোচনায় সমস্যা মেটানোর আর্জি প্রধানমন্ত্রীর

এর পাশাপাশি নেতাজি প্রসঙ্গ তুলে ধরে দেশের শক্তিশালী গণতন্ত্রের কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘কংগ্রেস দেশকে নিরাশ করেছে। ভারতের লোকতন্ত্রের দিকে যারা আঙুল তোলেন তাদের বলব আপনারা আরও ভালো করে জানুন। ভারতের ইতিহাসে লোকতন্ত্রের কথা উল্লেখ রয়েছে। ভারত সত্যম শিবম সুন্দরের মন্ত্র মেনে চলে।’ পাশাপাশি তিনি বলেন, ‘আমাদের দুর্ভাগ্য যে আমরা নেতাজির আদর্শকে ভুলে গিয়েছি। আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে শেখাতে পারিনি যে ভারত লোকতন্ত্রের জননী। আমাদের একথা গর্বের সঙ্গে বলতে হবে, শেখাতে হবে।’ উল্লেখ্য, সোমবার সংসদের প্রধানমন্ত্রীর ভাষণ বয়কট করেন তৃণমূলের সাংসদরা।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version