Wednesday, November 12, 2025

আর্থিক প্রতারণার অভিযোগ সানি লিওনির বিরুদ্ধে, ছুটি কাটাতে গিয়ে পুলিশি জেরায়

Date:

বলিউড অভিনেত্রী সানি লিওনির বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ। ২৯ লক্ষ টাকা নিয়ে অনুষ্ঠানে উপস্থিত না থাকার অভিযোগ উঠেছে ‘ওয়ান নাইট স্ট্যান্ড’ সিনেমার অভিনেত্রীর বিরুদ্ধে। কেরলে স্বামী ড্যানিয়েল এবং তিন সন্তানদের সঙ্গে ছুটি কাটাতে গিয়ে পুলিশি জেরার মুখে পড়েছেন অভিনেত্রী।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সানি লিওনির বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ এনেছে পেরাম্বুরের একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা। অভিযোগ, ২০১৬ সালে কয়েকটি অনুষ্ঠানে আসার জন্য ২৯ লাখ টাকা নেন অভিনেত্রী। কয়েক কিস্তিতে টাকা লেনদেন সম্পূর্ণ হওয়া সত্ত্বেও নির্ধারিত দিনে সেই অনুষ্ঠানে যাননি অভিনেত্রী। তাঁর সঙ্গে টাকা আদানপ্রদানের সমস্ত নথি জমা রয়েছে পুলিশের কাছে। সেই অভিযোগের ভিত্তিতেই অভিনেত্রী সানি লিওনির সঙ্গে দেখা করেন এর্নাকুলাম ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা।

জানা গিয়েছে, সানি জানিয়েছেন তাঁর কোনও দোষ নেই। তবে টাকা নেওয়ার সমস্ত কথা স্বীকার করেছেন অভিনেত্রী। তাঁর কথায়, অনুষ্ঠানের জন্য তাঁর যে ডেটগুলি রেখেছিলেন, তাতে কোনও ইভেন্ট আয়োজন করা হয়নি। উপরন্তু বারবার সূচি পরিবর্তন করা হচ্ছিল। এবং নতুন নতুন তারিখ দেওয়া হচ্ছিল। ফলে ব্যস্ত অভিনেত্রীর সময় দেওয়া সম্ভব হয়নি। ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ।

আরও পড়ুন-কাশ্মীরের জনগণকে স্বাধীনতা দেওয়ার প্রতিশ্রুতি ইমরানের

Related articles

মুখ্যমন্ত্রীকে কটূক্তি! ‘নারীবিদ্বেষী’ শান্তনু ঠাকুরের ইস্তফার দাবি তৃণমূলের

বিজেপি বাংলাকে সম্মান করে না। এই বিজেপি মহিলাদেরও সম্মান করে না, করতে জানেও না। সেটা আরও একবার প্রমাণ...

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...

আর্থিক দুনীতির গুরুতর অভিযোগ, রাজ্য ভলিবল সচিবের বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ

নজিরবিহীন কাণ্ড রাজ্য ভলিবলে(Volleyall)। সচিব পল্টু রায়চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কর্তাদের একাংশ। অভিযোগ উঠেছে মঙ্গলবার পল্টুর অনুগামীরা...

ভারতকে সমীহ টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নদের, স্পিন অস্ত্রেই জোর প্রোটিয়াদের

বর্তমানে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন(WTC) দক্ষিণ আফ্রিকা(South Africa)। কিন্তু ভারতে এসে গম্ভীরের দলকে হারানো যে কঠিন বিলক্ষণ জানে প্রোটিয়ারা।ভারতকে...
Exit mobile version