Friday, November 14, 2025

হলদিয়ায় সরকারি প্রকল্পের উদ্বোধনে রাজ্য সরকারের একাধিক বিষয়ে তোপ দেগেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আক্রমণের মূল লক্ষ্য ছিল কিষাণ সম্মান নিধি লাভ থেকে বঞ্চিত এ রাজ্যের কৃষকরা। সোমবার এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh )
বলেন, কৃষকেরা মোদিজির সঙ্গে আছেন।
তিনি এদিন কটাক্ষ করে বলেন , কলকাতায় কৃষকদের নিয়ে কোনও মিছিল করতে পারছে না তৃণমূল।কারণ, তৃণমূল জানে মোদিজির সাথে কৃষকেরা আছেন। তারা মোদিজি কে বিশ্বাস করেন। এছাড়া তাঁরা বিশ্বাস করেন পশ্চিমবাংলায় যেদিন বিজেপি সরকার গড়বে কৃষক সম্মান নিধি পাবেন। ছোট চাষি থেকে সব ধরনের চাষিরা কৃষক সম্মান নিধি পাবেন।
তিনি বলেন, কয়েকশ কৃষক কে পাঞ্জাব হরিয়ানা থেকে ফিরিয়ে আনা হয়েছে।কিন্তু টিএমসি – কংগ্রেস- সিপিএম এর নেতারা হরিয়ানা যাচ্ছেন তাদের সঙ্গে ফটো তুলতে।তাই লোকসভা নির্বাচনে সমস্ত কৃষিপ্রধান এলাকায় ভারতীয় জনতা পার্টি জিতেছিল।
সাধারণ কৃষকেরা মোদির সুশাসন চাইছে দিদির কুশাসন থেকে মুক্তি পেতে চাইছেন বলে দাবি জানান বিজেপির রাজ্য সভাপতি।তিনি বলেন, তৃণমূলের নেতারা আবোল তাবোল বলছে।বাংলার কৃষকেরা সবদিক থেকে বঞ্চিত। কত ধান কেনা হল কার কাছে ধান গেল তা আমরা জানতে পারিনা। আলু চাষের ক্ষেত্রে চাষিরা বন্ড পাচ্ছে না। কোল্ড স্টোরেজে আলু রাখতে পারছে না। তার আরও অভিযোগ, মুখ্যমন্ত্রী শুধু ঘোষণা করে যাচ্ছেন কিন্তু তার কোনও তথ্য নেই ভিত্তি নেই। মানুষ সব বুঝতে পেরে গিয়েছে। সাধারণ মানুষ আর বিশ্বাস করবে না।
এরই পাশাপাশি, অন্যদিকে খেলা হবে স্লোগান প্রসঙ্গে তিনি বলেন, ফুটবলের ডিফেন্ডার এবং স্ট্রাইকার আমাদের দলে চলে এসেছে। দলবদল হয়ে গিয়েছে মাঠে দেখা হবে কে কত খেলতে পারে।

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version