Sunday, November 9, 2025

সব নির্বাচনই চ্যালেঞ্জের: সাংবাদিক বৈঠকে জানালেন নতুন সিপি, নজরে সাইবার ক্রাইম

Date:

সব নির্বাচনই চ্যালেঞ্জের- দায়িত্ব নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন কলকাতার পুলিশ কমিশনার (Kolkata Police Commissioner) সৌমেন মিত্র (Soumen Mitra)। সোমবার লালবাজারে (Lalbazar) সাংবাদিক বৈঠক করে তিনি সেখানে সাংবাদিকরা প্রশ্ন করেন, এবারের নির্বাচন তাঁর কাছে বিশেষ গুরুত্বপূর্ণ কি না? তার উত্তরে নতুন পুলিশ কমিশনার জানান, সব নির্বাচনই চ্যালেঞ্জের। কলকাতা পুলিশ পেশাদারিত্বের সঙ্গে কাজ করে। নির্বাচনেও পেশাদারিত্বের সঙ্গে কাজ করবে।

সাংবাদিক বৈঠকে সৌমেন মিত্র বলেন, ইদানিং সাইবার ক্রাইম (Cyber Crime) অত্যন্ত বেড়ে গিয়েছে। সেই অপরাধ দমন করতে বিশেষ নজর দিচ্ছে কলকাতা পুলিশ। শহরবাসীকেও এ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন নতুন নগরপাল।

আরও পড়ুন:ডেরেককে কটাক্ষ করে রাজ্যসভায় বাংলার গণতন্ত্র নিয়ে প্রশ্ন তুললেন নরেন্দ্র মোদি

বৈঠকের শেষের দিকে কলকাতা পুলিশের তরফ থেকে প্রতিদিনের প্রেস বিবৃতি দেওয়ার জন্য পুলিশ কমিশনারের কাছে আবেদন জানান সাংবাদিকরা। এর উত্তরে সৌমেন মিত্র বলেন, করোনাকালে এই রোজকার প্রেস বিবৃতি দেওয়া বন্ধ হয়ে গিয়েছিল। এখন অতিমারি আইনের প্রেক্ষিতে কী করা যায় সেদিকটা তিনি খতিয়ে দেখছেন। তবে একইসঙ্গে তিনি বলেন, “আমি সব সাংবাদিককেই সম্মান করি। সাংবাদিকরা (Journalist) যাতে সঠিক তথ্য সময়মতো পান তার জন্য চেষ্টা করা হবে”। সিপির মতে, ঠিকমতো তথ্য না পেলে ভুল খবর প্রচার সম্ভাবনা থাকে। সেটা পুলিশ বা সাংবাদিক কোনও পক্ষের জন্যই ঠিক নয়। সুতরাং সন্ধেবেলায় পুলিশের তরফ থেকে প্রেস বিবৃতি দেওয়ার পুরনো প্রথা ফিরিয়ে আনার চেষ্টা করা হবে।

Related articles

কাশ্মীরে সরকারি হাসপাতালে জঙ্গি যোগ! চিকিৎসকের লকার থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র

মুখে যতই বড় বড় কথা বলুন না কেন স্বরাষ্ট্রমন্ত্রী, ভূস্বর্গে যে জঙ্গিদের কার্যকলাপ বেড়েই চলেছে তার আরও এক...

টানা দুদিন তাপমাত্রা কুড়ির নীচে, রবির সকালে দক্ষিণবঙ্গে ভরপুর শীতের আমেজ 

উইকেন্ডে পারদ পতন অব্যাহত, আগামী সপ্তাহের মাঝে মাঝে পর্যন্ত শীতের আমেজ (Winter in Weekend) পুরোপুরি উপভোগ করতে পারবে...

KIFF: রবিবাসরীয় ফিল্মোৎসবে হলিউড ক্লাসিক ‘ব্লু ভেলভেট’ দেখার সুযোগ, দুপুরে ফেলুদার নস্টালজিয়া!

দেখতে দেখতে তিন দিন পার, উদ্বোধনের দিনটাকে হিসেবের মধ্যে ধরলে আজ ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (31st...

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...
Exit mobile version