Sunday, November 9, 2025

সব নির্বাচনই চ্যালেঞ্জের: সাংবাদিক বৈঠকে জানালেন নতুন সিপি, নজরে সাইবার ক্রাইম

Date:

সব নির্বাচনই চ্যালেঞ্জের- দায়িত্ব নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন কলকাতার পুলিশ কমিশনার (Kolkata Police Commissioner) সৌমেন মিত্র (Soumen Mitra)। সোমবার লালবাজারে (Lalbazar) সাংবাদিক বৈঠক করে তিনি সেখানে সাংবাদিকরা প্রশ্ন করেন, এবারের নির্বাচন তাঁর কাছে বিশেষ গুরুত্বপূর্ণ কি না? তার উত্তরে নতুন পুলিশ কমিশনার জানান, সব নির্বাচনই চ্যালেঞ্জের। কলকাতা পুলিশ পেশাদারিত্বের সঙ্গে কাজ করে। নির্বাচনেও পেশাদারিত্বের সঙ্গে কাজ করবে।

সাংবাদিক বৈঠকে সৌমেন মিত্র বলেন, ইদানিং সাইবার ক্রাইম (Cyber Crime) অত্যন্ত বেড়ে গিয়েছে। সেই অপরাধ দমন করতে বিশেষ নজর দিচ্ছে কলকাতা পুলিশ। শহরবাসীকেও এ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন নতুন নগরপাল।

আরও পড়ুন:ডেরেককে কটাক্ষ করে রাজ্যসভায় বাংলার গণতন্ত্র নিয়ে প্রশ্ন তুললেন নরেন্দ্র মোদি

বৈঠকের শেষের দিকে কলকাতা পুলিশের তরফ থেকে প্রতিদিনের প্রেস বিবৃতি দেওয়ার জন্য পুলিশ কমিশনারের কাছে আবেদন জানান সাংবাদিকরা। এর উত্তরে সৌমেন মিত্র বলেন, করোনাকালে এই রোজকার প্রেস বিবৃতি দেওয়া বন্ধ হয়ে গিয়েছিল। এখন অতিমারি আইনের প্রেক্ষিতে কী করা যায় সেদিকটা তিনি খতিয়ে দেখছেন। তবে একইসঙ্গে তিনি বলেন, “আমি সব সাংবাদিককেই সম্মান করি। সাংবাদিকরা (Journalist) যাতে সঠিক তথ্য সময়মতো পান তার জন্য চেষ্টা করা হবে”। সিপির মতে, ঠিকমতো তথ্য না পেলে ভুল খবর প্রচার সম্ভাবনা থাকে। সেটা পুলিশ বা সাংবাদিক কোনও পক্ষের জন্যই ঠিক নয়। সুতরাং সন্ধেবেলায় পুলিশের তরফ থেকে প্রেস বিবৃতি দেওয়ার পুরনো প্রথা ফিরিয়ে আনার চেষ্টা করা হবে।

Related articles

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...

গ্রিন লাইনে ট্র্যাফিক ব্লক, রবির শেষ মেট্রোসূচিতে বদল!

ছুটির দিনে মহানগরীর পাতাল পরিষেবায় বদল। হাওড়া ময়দান - সেক্টর ফাইভ (Howrah Maidan to Sector V) রুটে শেষ...
Exit mobile version