Monday, November 10, 2025

বদলে যাওয়া কিশোর ভারতী স্টেডিয়ামের উদ্বোধনে মুখ্যমন্ত্রী, হবে লিগের ম্যাচ

Date:

আজ, সোমবার দুপুরে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে (Netaji Indoor Stadium) এবছর ক্রীড়াক্ষেত্রে পুরস্কার প্রাপকদের সংবর্ধিত করবেন মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মঞ্চ থেকেই তিনি রিমোট কন্ট্রোলে যাদবপুর-সন্তোষপুরের কিশোর ভারতী স্টেডিয়ামের (Kishore Bharati Stadium) উদ্বোধন করবেন। নব কলেবরে সজ্জিত এই স্টেডিয়ামে সোমবার সন্ধ্যা সাতটায় আই লিগের (I league) ম্যাচে মুখোমুখি হবে চার্চিল ব্রাদার্স ও রিয়াল কাশ্মীর। কোভিড পরবর্তী সময়ে এই প্রথম কোনও ফুটবল ম্যাচে মিডিয়ার প্রবেশাধিকার থাকছে। স্টেডিয়ামে থাকবেন বিশেষ আমন্ত্রিত কিছু দর্শক। এর মধ্যে প্রাক্তন ফুটবলারদের সংখ্যাই বেশি। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ডুমুরজলা ইন্ডোর স্টেডিয়ামের উদ্বোধনও করবেন।

যাদবপুর-সন্তোষপুর কিশোর ভারতী স্টেডিয়াম মানেই পুরোনো ঐতিহ্য। একটা সময় এই মাঠে জাতীয় লিগের ম্যাচ হয়েছে। কলকাতা তিন প্রধান মোহনবাগান, ইস্টবেঙ্গল মহমেডান এই মাঠে চুটিয়ে খেলেছে। “জায়ান্ট কিলার” টালিগঞ্জ অগ্রগামীর হোম গ্রাউন্ড ছিল এই কিশোর ভারতী স্টেডিয়াম। তারপর একটা সময় যত্ন ও পরিচর্চার অভাবে খেলার অযোগ্য হয়ে পড়ে কিশোর ভারতী স্টেডিয়াম।

কিন্তু ক্রীড়াপ্রেমী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আবার নতুন রূপে সেজে উঠল গর্বের কিশোর ভারতী। যেখানে ফের ফিরতে চলেছে ফুটবল। মিনি যুবভারতীর রূপ নিয়ে কিশোর ভারতীতে শুরু হচ্ছে আই লিগের ম্যাচ। আই এস এল ম্যাচ করার জন্যও চিন্তা ভাবনা শুরু হয়েছে। মেট্রো থেকে শুরু করে বাস, ট্রেন সমস্ত পরিষেবা পাওয়ায় যায়, তাই কিশোর ভারতী কলকাতার অন্যতম মূল স্টেডিয়াম হয়ে উঠতে পারে অদূর ভবিষ্যতে।

নতুনরূপে কিশোর ভারতী এখন ঝাঁ-চকচকে। রাতে খেলার জন্য রয়েছে মায়াবী আলো। মখমলের মত মাঠ। অত্যাধুনিক ড্রেসিংরুম, মিডিয়া সেন্টার, ক্লাব হাউজ। শুধু মাঠ বা গ্যালারি নয়, পুরনো ঐতিহ্য মেনে কিশোর ভারতী স্টেডিয়ামে করা হয়েছে একটি মিউজিয়াম। যেখানে অতীত দিনের ফুটবলারদের স্মৃতির কোলাজ করা হয়েছে।

 

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version