Monday, August 25, 2025

কৃষি আইন নিয়ে আন্দোলনকারীদের ‘পরজীবী’ বলে তীব্র কটাক্ষ মোদির

Date:

কৃষি আইনের (farm laws) বিরোধিতায় যারা একবগ্গা আন্দোলনে (protest) নেমেছেন তাঁরা আসলে “পরজীবী”। নিজেদের কিছু করার ক্ষমতা নেই শুধু বিরোধিতা করা ছাড়া। কৃষক বিক্ষোভ নিয়ে বলতে গিয়ে একাংশের আন্দোলনকারীকে এভাবেই তীব্র কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (narendra modi)। সোমবার রাজ্যসভায় (rajya sabha) রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদসূচক বক্তৃতা দিতে গিয়ে কৃষক বিক্ষোভ নিয়ে অস্বস্তি ও উষ্মা প্রকাশ পেল মোদির কথায়। এমনকি যাঁরা আন্দোলন করছেন তাঁদের আন্দোলনজীবী বলেও কটাক্ষ করলেন তিনি। সরকার কৃষকদের সঙ্গে আলোচনায় রাজি জানিয়েও আন্দোলনকারীদের সম্পর্কে বক্রোক্তি করতে ছাড়লেন না প্রধানমন্ত্রী। কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনকারীদের পরজীবীর তকমা দিলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, এইসব আন্দোলনজীবীরা আসলে পরজীবী। এদের ছুঁড়ে ফেলতে হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা শ্রমজীবী কথাটা শুনেছি। কিন্তু এখন একটি নতুন প্রবণতা এসেছে, তা হল “আন্দোলনজীবী”। এরা সব জায়গায় গিয়ে খালি আন্দোলন করে বেড়ায়। এই ধরনের আন্দোলনজীবীদের থেকে নিজেদের বাঁচাতে হবে, দেশকে বাঁচাতে হবে। এদের নিজেদের কিছু করার শক্তি নেই। তাই এরা পরজীবী ছাড়া কিছু নয়। এই পরজীবীদের চিহ্নিত করতে হবে, কারণ এরা দেশের অগ্রগতির মূল প্রতিবন্ধক। প্রধানমন্ত্রী বলেন, সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে সময়োপযোগী পরিবর্তন দরকার। কৃষিক্ষেত্রে উন্নয়ন ও কৃষকদের স্বয়ম্ভর করতে পরিবর্তন প্রয়োজন। সেজন্যই নতুন কৃষি আইন আনা হয়েছে।

Related articles

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...
Exit mobile version