ভিভ রিচার্ডস, অ্যামব্রোজ, ওয়ালশদের প্রাক্তন সতীর্থ মারা গেলেন পথ দুর্ঘটনায় ।দাপুটে পেসার হিসেবে পরিচিত ছিলেন এজরা মোসলে।
মর্মান্তিক পথ দুর্ঘটনায় শনিবার নিজের দেশ বার্বাডোজে তিনি মারা যান। বয়স হয়েছিল ৬৩ বছর। মোসলের অকস্মাৎ মৃত্যুতে শোকের ছায়া ক্যারিবিয়ান ক্রিকেটে।
১৯৯০ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে দুটি টেস্ট খেলেছিলেন তিনি । ১৯৯০ এবং ’৯১-য়ে মোট ৯টি একদিনের ম্যাচ খেলেন দেশের হয়ে। ইংল্যান্ডের বিরুদ্ধে ওই টেস্ট দলে মোসলের অধিনায়ক ছিলেন স্যার ভিভ রিচার্ডস। পাশাপাশি কার্টলে অ্যামব্রোজ, জেফ দুঁজো, কোর্টনি ওয়ালশদের মতো আগুনে পেসাররাও দলে ছিলেন।
ইংল্যান্ডের কাউন্টি দল গ্ল্যামারগনের হয়ে দীর্ঘদিন চুটিয়ে খেলেছেন। দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটেও তাঁকে দেখা গিয়েছে। সবমিলিয়ে, ৭৬টি প্রথম শ্রেণির ম্যাচে ২৭৯ উইকেট নিয়েছিলেন এই পেসার।ক্রিকেট ছাড়ার পর যুক্ত ছিলেন কোচিংয়ের সঙ্গেই।
