Wednesday, November 12, 2025

তারাপীঠে পুজো দিয়ে ‘পরিবর্তন যাত্রা’র সূচনা নাড্ডার, তোপ তৃণমূলকে

Date:

বঙ্গ নির্বাচনকে মাথায় রেখে বিজেপির(BJP) রাজনৈতিক প্রচার ‘পরিবর্তন যাত্রা’র(Parivartan Yatra) আনুষ্ঠানিক সূচনা করলেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা(JP Nadda)। তবে সেই অনুষ্ঠান শুরুর আগে তারাপীঠে পুজো দিলেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ(Dilip Ghosh) ও কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়(Babul Supriyo)। পাশাপাশি অনুব্রত গড়ে এদিন বিজেপির জনসভা থেকেও চাঁচাছোলা ভাষায় তৃণমূল সরকারকে আক্রমণ শানান তিনি। পাশাপাশি বাংলার সংস্কৃতি ও উন্নয়নে জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi) কতখানি ভাবিত তারও নজির তুলে ধরেন তিনি।

সম্প্রতি নবদ্বীপে ‘পরিবর্তন যাত্রা’র প্রথম দফার সূচনার পর, মঙ্গলবার বীরভূম থেকে পরিবর্তন যাত্রার দ্বিতীয় পর্যায়ের সূচনা করেন তিনি। এখানেই তারাপীঠের চিলার মাঠে বক্তব্য রাখতে উঠে নাড্ডা বলেন, ‘মমতার রাজত্বে বাংলার সংস্কৃতি বিপদের মুখে রয়েছে। আজ বাংলায় বহিরাগত তকমা দেওয়া হচ্ছে, ভাই ভাইয়ের মধ্যে লড়াই বাড়িয়ে দেওয়া হচ্ছে। এই বাংলার পরিবর্তন ঘটিয়ে আসল বাংলাকে ফেরাতে হবে।’ সেই লক্ষ্যেই এই ‘পরিবর্তন যাত্রা’ বলে জানান তিনি। পাশাপাশি বলেন, ‘এই পরিবর্তন যাত্রার মাধ্যমে প্রত্যেকের বাড়িতে যাবে বিজেপি। বাড়ি বাড়ি গিয়ে বাংলার মানুষকে জাগ্রত করা হবে।’ এরপর পরিবর্তনের ডাক দিয়ে নাড্ডা বলেন, ‘অনেক হয়েছে মমতা, পরিবর্তন চাইছে জনতা।’

আরও পড়ুন:দুর্নীতি চাপা দিতেই বিজেপিতে গিয়ে হাম্বা হাম্বা করছে, দলত্যাগীদের তোপ মমতার

এছাড়াও পশ্চিমবঙ্গের উন্নয়ন ও সংস্কৃতি রক্ষার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কতখানি ভাবিত তার খতিয়ান তুলে ধরে হলদিয়ায় প্রধানমন্ত্রীর প্রকল্প উদ্বোধনের প্রসঙ্গ টেনে আনেন জেপি নাড্ডা। বলেন, ‘দুদিন আগে প্রধানমন্ত্রী হলদিয়ায় ৪,৭০০ কোটির প্রকল্প ঘোষণা করেছেন। কলকাতা মেট্রো প্রকল্পের জন্য ৮৫০০ কোটির বরাদ্দ হয়েছে। জাতীয় সড়ক বাবদ ৭৫০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। প্রধানমন্ত্রীর হৃদয়ে রয়েছে বাংলা।’ পাশাপাশি তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে ধরে তিনি বলেন, ‘করোনার সময় কেন্দ্র সরকার রেশন পাঠিয়েছে। সেই রেশন গরিব মানুষ পাননি, তৃণমূলের নেতাদের বাড়িতে পাওয়া গেছে।’ একই সঙ্গে তাঁর দাবি, ‘বাংলায় মানব-পাচার সবথেকে বেশি হয়। অপরাধ এখন বাংলায় সবথেকে বেশি। রাজীব, মুকুলরা সমাজের সেবা করতে চেয়েছিলেন। কিন্তু মমতার মাটিরও চিন্তা নেই, মানুষেরও চিন্তা নেই। এই সরকারের ক্ষমতায় বাংলায় বাক স্বাধীনতা নেই।’

Related articles

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

১২ নভেম্বর (বুধবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

দু-ধরনের রাসায়নিকেই বিস্ফোরণ! দিল্লি কাণ্ডে নজর ঘাতক গাড়ির গতিবিধিতেও

দিল্লির লালকেল্লা এলাকায় বিস্ফোরণের (Delhi blast near Red fort area) ঘটনায় দু’টি তাজা কার্তুজ এবং দু’ধরনের বিস্ফোরকের নমুনা...

ভয়াবহ! পথকুকুরদের হামলায় চিড়িয়াখানায় মৃত্যু কমপক্ষে ১০ হরিণের

কেরলে চিড়িয়াখানায় হরিণদের উপর ভয়াবহ হামলা পথ কুকুরদের(Street Dog)। ত্রিশূরে নবনির্মিত পুথুর চিড়িয়াখানা উদ্বোধন হয়েছে একমাসও হয়নি। তার...

ইডেনে অল-রাউন্ডারদের অতিরিক্ত গুরুত্ব, জুরেলকে নিয়ে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কের ভাবনা কী?

ভারত দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টে(Ind vs Sa Test) শুরু হওয়ার আগে চর্চার কেন্দ্রবিন্দুতে  ইডেনের পিচ। মঙ্গলবার অনুশীলনের দফায়...
Exit mobile version