Saturday, May 17, 2025

সাধারণতন্ত্র দিবসে লালকেল্লা কাণ্ডে অবশেষে গ্রেফতার অভিনেতা দীপ সিধু

Date:

গত ২৬ জানুয়ারি সাধারণতন্ত্রের দিবসের (Republic Day) দিন কৃষক আন্দোলনকে (Farmers Protest) কেন্দ্র করে রাজধানী দিল্লির (Delhi) লালকেল্লায় ( Lal kella) তাণ্ডব চালানোর ঘটনায় অভিযুক্ত পঞ্জাবি অভিনেতা (Actor) অবশেষে গ্রেফতার দীপ সিধুকে (Deep Sindhu) অবশেষে গ্রেফতার (Arrest) করলো দিল্লি পুলিশ (Delhi Police)। ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছিলেন দীপ সিধু। তার সন্ধান দেওয়ার জন্য পুরস্কারও ঘোষণা করা হয়েছিল দিল্লি পুলিশের তরফে।

অন্যদিকে, আন্দোলনরত কৃষকদের একাংশ পঞ্জাবি অভিনেতাকে বিজেপির লোক বলেই দাবি করেছে। বিভিন্ন সময়ে দীপ সিধুকে নরেন্দ্র মোদি, অমিত শাহ-সহ বিজেপির একাধিক শীর্ষ নেতার সঙ্গে এক ফ্রেমে দেখা গিয়েছে। লালকেল্লা কাণ্ডের পর কৃষকদের অভিযোগ ছিল, তাঁদের আন্দোলনকে বেপথে চালিত করতে ও বদনাম করতেই বিজেপি কৃষকদের মধ্যে নিজেদের লোক ঢুকিয়ে গণ্ডগোল পাকানোর চেষ্টা করেছে।

প্রজাতন্ত্র দিবসের দিন লালকেল্লা-সহ দিল্লিতে হাঙ্গামা করতে কৃষকদের উস্কেছিলেন পঞ্জাবি গায়ক ও অভিনেতা দীপ সিধু। এমনই চাঞ্চল্যকর দাবি করেছিলেন, ভারতীয় কিষাণ ইউনিয়নের হরিয়ানা ইউনিটের প্রধান গুরনাম সিং চাদুনি।

আরও পড়ুন:বঙ্গ বিজেপি এখন শুভেন্দু-রাজীব প্রাইভেট লিমিটেড কোম্পানি, খোঁচা কল্যাণের

উল্লেখ্য, প্রজাতন্ত্র দিবসের দিন লালকেল্লার নিরাপত্তা বলয় ভেঙে ভেতরে ঢুকে পড়েন আন্দোলনকারী কৃষকরা। শুধু তাই নয়, লালকেল্লার গম্বুজে উঠে ধর্মীয় পতাকা খুলে দেওয়া হয়। এনিয়ে গুরনাম সিং বলেছিলেন, ”দীপ সিধুই আন্দোলনকারী কৃষকদের লালকেল্লায় নিয়ে গিয়েছিলেন। কৃষকদের লালকেল্লায় যাওয়ার কোনও পরিকল্পনা ছিল না। উস্কানির পিছনে দীপ সিধুর হাত ছিল।’

Related articles

ভোটার তালিকায় অনিয়ম রুখতে প্রশিক্ষণ শিবির, অনলাইন কার্যকলাপে কড়া নজর কমিশনের

ভোটার তালিকায় বেআইনি হস্তক্ষেপের অভিযোগে এক সরকারি আধিকারিককে সাসপেন্ড করার পর এবার কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। শনিবার...

সরকারি জমির রেকর্ড এবার অনলাইনে, ‘বাংলার ভূমি’ পোর্টালে মিলবে সব তথ্য

সরকারি খাস জমির বেআইনি হস্তান্তর ও দখল রুখতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। এবার থেকে ‘বাংলার ভূমি’ পোর্টালের...

কালিয়াচকের হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত মূল অভিযুক্ত, ফাঁসির সাজা ঘোষণা আদালতের

প্রায় চার বছর আগে মালদহের কালিয়াচকে ঘটে যাওয়া চাঞ্চল্যকর চার খুনের ঘটনায় অবশেষে দোষী সাব্যস্ত হলেন পরিবারেরই ছোটো...

সেনার বীরত্বকে সম্মান: ত্রিপুরা, অসমেও তৃণমূলের শহিদ তর্পণ

পাকিস্তানের জঙ্গিদের থেকে দেশের মানুষকে নিরাপত্তা দিতে গিয়ে শহিদ ভারতীয় সেনার (Indian Army) জওয়ান থেকে বিএসএফ (BSF)। পাকিস্তানের...
Exit mobile version