Saturday, August 23, 2025

সাধারণতন্ত্র দিবসে লালকেল্লা কাণ্ডে অবশেষে গ্রেফতার অভিনেতা দীপ সিধু

Date:

গত ২৬ জানুয়ারি সাধারণতন্ত্রের দিবসের (Republic Day) দিন কৃষক আন্দোলনকে (Farmers Protest) কেন্দ্র করে রাজধানী দিল্লির (Delhi) লালকেল্লায় ( Lal kella) তাণ্ডব চালানোর ঘটনায় অভিযুক্ত পঞ্জাবি অভিনেতা (Actor) অবশেষে গ্রেফতার দীপ সিধুকে (Deep Sindhu) অবশেষে গ্রেফতার (Arrest) করলো দিল্লি পুলিশ (Delhi Police)। ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছিলেন দীপ সিধু। তার সন্ধান দেওয়ার জন্য পুরস্কারও ঘোষণা করা হয়েছিল দিল্লি পুলিশের তরফে।

অন্যদিকে, আন্দোলনরত কৃষকদের একাংশ পঞ্জাবি অভিনেতাকে বিজেপির লোক বলেই দাবি করেছে। বিভিন্ন সময়ে দীপ সিধুকে নরেন্দ্র মোদি, অমিত শাহ-সহ বিজেপির একাধিক শীর্ষ নেতার সঙ্গে এক ফ্রেমে দেখা গিয়েছে। লালকেল্লা কাণ্ডের পর কৃষকদের অভিযোগ ছিল, তাঁদের আন্দোলনকে বেপথে চালিত করতে ও বদনাম করতেই বিজেপি কৃষকদের মধ্যে নিজেদের লোক ঢুকিয়ে গণ্ডগোল পাকানোর চেষ্টা করেছে।

প্রজাতন্ত্র দিবসের দিন লালকেল্লা-সহ দিল্লিতে হাঙ্গামা করতে কৃষকদের উস্কেছিলেন পঞ্জাবি গায়ক ও অভিনেতা দীপ সিধু। এমনই চাঞ্চল্যকর দাবি করেছিলেন, ভারতীয় কিষাণ ইউনিয়নের হরিয়ানা ইউনিটের প্রধান গুরনাম সিং চাদুনি।

আরও পড়ুন:বঙ্গ বিজেপি এখন শুভেন্দু-রাজীব প্রাইভেট লিমিটেড কোম্পানি, খোঁচা কল্যাণের

উল্লেখ্য, প্রজাতন্ত্র দিবসের দিন লালকেল্লার নিরাপত্তা বলয় ভেঙে ভেতরে ঢুকে পড়েন আন্দোলনকারী কৃষকরা। শুধু তাই নয়, লালকেল্লার গম্বুজে উঠে ধর্মীয় পতাকা খুলে দেওয়া হয়। এনিয়ে গুরনাম সিং বলেছিলেন, ”দীপ সিধুই আন্দোলনকারী কৃষকদের লালকেল্লায় নিয়ে গিয়েছিলেন। কৃষকদের লালকেল্লায় যাওয়ার কোনও পরিকল্পনা ছিল না। উস্কানির পিছনে দীপ সিধুর হাত ছিল।’

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version