Thursday, August 28, 2025

তৃণমূল (TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banarjee) হাত ধরে শাসক দলে নাম লেখাতেই চন্দননগরের প্রাক্তন পুলিশ কমিশনার আইপিএস (IPS) হুমায়ুন কবীরকে (Humayun Kabir) তোপ দাগলেন বিজেপি (BJP) নেত্রী লকেট চট্টোপাধ্যায় (Loket Chatterjee)।

এদিন হুমায়ুন কবীরকে কার্যত হুঁশিয়ারির সুরে হুগলির সাংসদ তোপ দেগে বলেন, “আমাদের প্রথম থেকেই সন্দেহ ছিল। যখন তেলেনিপাড়ায় হিংসার ঘটনা ঘটে, তখন আমি ও অর্জুনদা বার বার ঢোকার চেষ্টা করেছিলাম। কিন্তু তৎকালীন পুলিশ কমিশনার হুমায়ুন কবীর ঢুকতে বাধা দেন। হিংসার ঘটনায় উনি ইন্ধন জুগিয়েছেন। উনি বরাবরই তৃণমূলের হয়ে কাজ করেছেন। আমরা আগেও বলেছি, প্রশাসনের ৫০ শতাংশ-ই তৃণমূলের হয়ে কাজ করছে। আমরা সংসদে বলেছি। নির্বাচন কমিশনে বলেছি। আর সেই জন্যই আমরা দাবি করেছি, তৃণমূলের হয়ে যাঁরা কাজ করছেন, তাঁদের যেন নির্বাচনের দায়িত্ব থেকে সরিয়ে রাখা হয়। মে মাসে আমরা ক্ষমতায় আসার পর এদের সকলকে জবাব দেব।”

উল্লেখ্য, আজ মঙ্গলবার কালনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় এসে ঘাসফুল শিবিরে আনুষ্ঠানিকভাবে যোগ দেন হুমায়ুন কবীর। এবার বিধানসভা নির্বাচনে হুমায়ুন কবীরকে তৃণমূলের তরফে প্রার্থী করা হবে বলেও জানা যাচ্ছে। এপ্রিল পর্যন্ত চাকরির মেয়াদ থাকলেও, জানুয়ানির শেষ সপ্তাহেই চাকরি থেকে ইস্তফা দেন এই দুঁদে আইপিএস অফিসার।
তাঁর স্ত্রী অনিন্দিতা দাস কবীরও আগেই শাসক দলে নাম লিখিয়ে ছিলেন। পেশায় পুলিশ আধিকারিক হলেও সাহিত্য চর্চা ও সিনেমা বানানোয় বিশেষ আগ্রহী হুমায়ুন কবীর।

 

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version