Sunday, May 11, 2025

লালগড়ের মাটিতে তৃণমূলকে দুষে বাংলায় পরিবর্তনের ডাক নাড্ডার

Date:

বীরভূমের চিলার মাঠের জনসভায় থেকে তৃণমূল সরকারকে এক দফা তোপ দাগার পর, ঝাড়গ্রামের মাটিতে দাঁড়িয়ে বাংলায় পরিবর্তনের ডাক দিলেন বিজেপি সভাপতি(BJP president) জেপি নাড্ডা। পাশাপাশি মমতা সরকারের(Mamata government) বিরুদ্ধে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানাতে দেখা গেল তাঁকে।‌ জানিয়ে দিলেন, ‘ভালো কাজ তো করতে পারবেন না, এবার প্রায়শ্চিত্ত করুন।’ একই সঙ্গে বাংলায় দুর্নীতি ও অপরাধের স্বর্গভূমি বলে অভিযোগ করলেন জেপি নাড্ডা(JP Nadda)।

বীরভূমের পাশাপাশি এদিন ঝাড়গ্রামের(Jhargram) লালগড় থেকে বিজেপির আরও একটি রথের সূচনা করেন জেপি নাড্ডা। তবে তার আগেই লালগড়ের সজীব সঙ্ঘ ময়দানে বিজেপির জনসভা থেকে তৃণমূলকে আক্রমণ শানিয়ে নাড্ডা বলেন, ‘বাংলায় পরিবর্তন আনার জন্য মন অস্থির করে ফেলেছে এখানকার মানুষ।’ ব্যাপক উন্নয়নের স্বার্থেই মোদি সরকারের নেতৃত্বে এখানে বিজেপি সরকার গড়ার আর্জি জানান তিনি। পাশাপাশি তিনি বলেন, ‘বাংলার জন্য ন্যায় করেছেন মোদি, অন্যায় করেছেন মমতা। আজ বাংলায় মায়ের সম্মান নেই, মাটির সুরক্ষা নেই। বাংলায় শুধুই তোলাবাজি, তোষণের রাজনীতি চলছে। বাংলায় ১৩০ জন বিজেপি কর্মী খুন হয়েছেন।’ পশ্চিমবঙ্গে অপরাধের সংখ্যা ক্রমশ বাড়ছে এমন অভিযোগ তুলে তিনি বলেন, ‘খুন, খুনের চেষ্টায় রেকর্ড বাংলায়। শুধুই কাটমানি, তোলাবাজি। আমফান ক্ষতিপূরণে বাংলাকে ২০৭৫ কোটি টাকা দিয়েছে কেন্দ্র। হাইকোর্ট আমফান দুর্নীতির তদন্তের নির্দেশ দেয়। মমতা সরকার রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেছে।’

আরও পড়ুন:তারাপীঠে পুজো দিয়ে ‘পরিবর্তন যাত্রা’র সূচনা নাড্ডার, তোপ তৃণমূলকে

এখানেই না থেমে আদিবাসী উন্নয়নে রাজ্য সরকারের অনীহা রয়েছে এমনটা দাবি করে তিনি বলেন, ‘বাংলায় আদিবাসী মহিলারা সুরক্ষিত নন। কেন্দ্র কম দামে চাল পাঠায়, রাজ্য দেয় না। শবর জাতির à§® জন না খেতে পেয়ে মারা গেছেন। বাংলায় মানব পাচারের সংখ্যা সবচেয়ে বেশি।’ একইভাবে চেনা ছকে আয়ুষ্মান ভারত ও কৃষক সম্মান নিধি পশ্চিমবঙ্গে চালু না হওয়ার ঘটনাকে তুলে ধরে রাজ্য সরকারকে তুলোধোনা করেন নাড্ডা। পাশাপাশি তাঁর অভিযোগ, ‘মমতার রাজত্বে বাংলার সংস্কৃতি বিপদের মুখে, এই বাংলার পরিবর্তন ঘটিয়ে আসল বাংলা ফেরাতে হবে।’

Related articles

আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের ফেরার বার্তা বিসিসিআইয়ের!

শুরু হতে চলেছে আইপিএল(IPL)! হ্যাঁ যো শোনাযাচ্ছে আইপিএল(IPL) শুরুর করার কাজ আরম্ভ করে দিয়েছে বিসিসিআই(BCCI)। শোনাযাচ্ছে আগামী ১৩...

‘অপারেশন সিন্দুর’-এর অস্ত্র ব্রহ্মস! ইউনিট উদ্বোধনে শক্তি জাহির রাজনাথের

ভারত-পাকিস্তান উত্তেজনার পরিস্থিতির মধ্যেই প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) উদ্বোধন করলেন ব্রহ্মসের (Brahmos) নয়া ইউনিটের। এই ইউনিট...

Gold Silver Rate: আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে

১১ মে রবিবার ২০২৫১ গ্রাম ১০ গ্রামপাকা সোনার বাট ৯৬৯৫ ₹ ৯৬৯৫০ ₹খুচরো পাকা সোনা ৯৭৪৫ ₹ ৯৭৪৫০...

ভারতের আগেই সংঘর্ষ বিরতি ঘোষণা আমেরিকার! সংসদের আলোচনা দাবি কংগ্রেসের

পহেলগাম হামলা পরবর্তী পরিস্থিতিতে ভারতের পক্ষ থেকে কী পদক্ষেপ, দেশের নাগরিকদের প্রতিনিধিদের দায়িত্ব পালনে কী পদক্ষেপ নিচ্ছেন, তা...
Exit mobile version