Saturday, August 23, 2025

‘ভারতীয় মুসলিম হিসেবে আমি গর্বিত’, বিদায়ক্ষণে সংসদে আবেগতাড়িত আজাদ

Date:

রাজ্যসভায় গুলাম নবি আজাদ সহ ৪ সদস্যের মেয়াদপূর্তি উপলক্ষে আবেগঘন মুহূর্ত তৈরি হলো সংসদের(parliament) অলিন্দে। মঙ্গলবার সংসদে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে গুলাম নবি আজাদের(Ghulam Nabi Azad) কথা বলতে গিয়ে আবেগ তাড়িত হয়ে পড়েন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। চোখে জল ভরে আসে তাঁর। পাশাপাশি নিজের বিদায় ভাষণে গলা ধরে আসে আজাদেরও। তিনি বলেন, ‘একজন ভারতীয় মুসলিম হিসেবে আমি গর্বিত। আমি সেই খুশি মানুষদের মধ্যে একজন যে কখনো পাকিস্তান যায়নি।’

এদিন রাজ্য সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুর(venkaiah Naidu) বক্তব্যের পর বক্তব্য শুরু করেন গুলাম নবি আজাদ। প্রথমেই নরেন্দ্র মোদির প্রশংসা করেন তিনি। তার প্রতি এতটা সৌহার্দ্যপূর্ণ ব্যবহারের জন্য। ‌ পাশাপাশি এদিন তাঁর বক্তব্যে ধরা পড়ল তাঁর শৈশবের জম্মু কাশ্মীর। ‌ মহাত্মা গান্ধী, জহরলাল নেহেরু, মৌলানা আবুল কালাম আজাদের মতাদর্শকে পাথেয় করে তার রাজনীতির আঙিনায় আসার কথা। তিনি বলেন, বিশ্বের সবচেয়ে গর্বিত মুসলিম হল ভারতীয়রা। বিশ্বের দরবারে ভারতের এগিয়ে থাকার কথা ও এদিন ব্যাখ্যা করেন বিদায়ী সাংসদ। পাশাপাশি তিনি বলেন, ‘আমি সেই ভাগ্যবান মানুষদের একজন যে কখনও পাকিস্তান যায়নি। আমি যখন পাকিস্তানের বিষয়ে পড়ি তখন বুঝি ওখানে আজ যে পরিস্থিতি তৈরি হয়েছে। আমি গর্ববোধ করি আমি একজন ভারতীয় মুসলিম। আজ বিশ্বে যদি কোনও মুসলিমের তুলনায় ভারতের মুসলিমদের গর্বিত হওয়া উচিত।

আরও পড়ুন:এবার একটু কৃষকদের পক্ষেও টুইট করুন, সচিনকে আর্জি কেজরির দলের

পাশাপাশি এদিন দেশের একাধিক শীর্ষ রাজনৈতিক নেতার নাম উঠে আসে গুলাম নবি আজাদের মুখে। সে তালিকায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর পাশাপাশি ছিলেন অটল বিহারি বাজপেয়ি। আজাদ বলেন, ‘বিরোধী বিজেপি নেতার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। কী করে সংসদ চালাতে হয় তা শিখেছি অটলজির কাছে।’

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version