Friday, January 2, 2026

অধিগৃহীত জমি ফেরতের দাবিতে আন্দোলন কোচবিহারে

Date:

Share post:

গ্রাম পঞ্চায়েতের অঞ্চল অফিস তৈরির জন্য অধিগ্রহণ করা জমি ফেরতের দাবিতে আন্দোলনে নামলেন জমিদাতারা। ভূমি রক্ষা সংগ্রাম কমিটির নামে চিলাখানা বাজার থেকে নাটাবাড়ি বাজার যাওয়ার রাস্তায়  বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা।

তাদের অভিযোগ, নাটাবাড়ি ২ অঞ্চল অফিস তৈরির জন্য বাম আমলে তাদের জমি অধিগ্রহণ করা হয়েছিল। তবে সেই জমি এবারে ফেরতের দাবিতে আন্দোলনে নেমেছেন তারা।
অভিযোগ উঠেছে বাম আমলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তাদের পাল্টা জমি ও বাড়ি তৈরি করে দেওয়া হবে । তবে বাম আমলে এই প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি বলে অভিযোগ।

রাজ্যে পালাবদলের পর তৃণমূল কংগ্রেসের উপরে ভরসা করেছিলেন এই জমিদাতারা৷ তবে তাদের এই জমি জট কাটেনি বলেই দাবি আন্দোলনকারীদের। প্রতিবাদে নাটাবাড়ি দুই অঞ্চল অফিসের গেটের সামনে রাস্তায় বসে পথ অবরোধ করে রক্ষা সংগ্রাম কমিটি। আন্দোলনকারী জীতেন্দ্র বর্মন বলেন, তাদের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বাম আমলে জমি নেওয়া হয়েছিল তবে বামফ্রন্ট সরকার সেই কথা রাখেনি।
তৃণমূল কংগ্রেসের সরকার ক্ষমতায় এলে তারা আশাবাদী ছিলেন তাদের জমিজট কাটবে। তবে দশ বছর কেটে গেলেও তাদের দাবি পূরণ হয়নি বলেই অভিযোগ। তাই এবারে সেই অধিগ্রহণ করা জমি ফেরতের দাবিতে আন্দোলনে নেমেছেন তারা।

দীর্ঘক্ষন পথ অবরোধের জেরে নাটাবাড়ি বাজার থেকে চড়ালজানী যাওয়ার রাস্তায় তীব্র যানজট শুরু হয় । পরে তুফানগঞ্জ থানার পুলিশ এসে আন্দোলনকারীদের সাথে কথা বলে পথ অবরোধ তুলে দেয়।  এলাকার বিধায়ক উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন ,তিনি বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন।

spot_img

Related articles

ছুটিতে হাতে–কলমে পরিবেশ শিক্ষা, প্রস্তাব শিশু অধিকার কমিশনের

স্কুলপড়ুয়াদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে ছুটির সময় হাতে–কলমে পরিবেশ সংক্রান্ত প্রকল্প চালুর প্রস্তাব দিল রাজ্য শিশু অধিকার সুরক্ষা...

নথি না থাকলেও যাচাই বাধ্যতামূলক! প্রান্তিক ভোটারদের অন্তর্ভুক্তিতে বিশেষ ব্যবস্থা কমিশনের

এনিউমারেশনের পর ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার শুনানি পর্বে প্রান্তিক ও পিছিয়ে পড়া শ্রেণির মানুষদের অন্তর্ভুক্তি নিশ্চিত...

বন্দে ভারত স্লিপার ভোটের আগে কেন? প্রশ্ন তৃণমূলের

হঠাৎ ভোটের আগে হাওড়া-গুয়াহাটি রুটে বন্দে ভারত স্লিপার চালানোর কথা ঘোষণা করে বাংলার মন জয়ের ব্যর্থ চেষ্টা কেন্দ্রের।...

বাতিল ওবিসি সার্টিফিকেট এসআইআরে নয়! স্পষ্ট বার্তা নির্বাচন কমিশনের 

কলকাতা হাই কোর্টের নির্দেশে যেসব ওবিসি শংসাপত্র বাতিল হয়েছে, সেগুলি এসআইআর সংক্রান্ত কোনও কাজেই ব্যবহার করা যাবে না—এ...