Wednesday, November 5, 2025

মুখে যাই দাবি করুন না কেন, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার (Jp Nadda ) পরিবর্তন যাত্রা আশা জাগাতে পারেনি বিজেপি (Bjp) শিবিরে। উল্টে নাড্ডার বীরভূম (Birbhum), ঝাড়গ্রামের (Jhargram) সভা ও পরিবর্তন যাত্রা কার্যত সুপার ফ্লপ। অথচ একই দিনে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) দুই জেলার সভাতেই ভিড় উপচে পড়েছে। আর তাতেই রাতের ঘুম উড়েছে গেরুয়া শিবিরের।

মঙ্গলবার প্রথমে তারাপীঠে পুজো দিতে গিয়েছিলেন জেপি নাড্ডা। সেখানে তাঁকে দেখতে সামান্য কর্মী-সমর্থক ভিড় করলেও স্থানীয় বাসিন্দারা ছিলেন উদাসীন। আর তার থেকেও বেহালদশা ছিল জনসভার। মাঠের অধিকাংশ জায়গায় ফাঁকা পড়েছিল। ঝাড়গ্রামের অবস্থাও তথৈবচ। ঝাড়গ্রামে সভাস্থলের পাশে বিজেপির এক কার্যালয় 30 মিনিট অপেক্ষা করেন নাড্ডা। কিন্তু তাতেও সভাস্থলে জনসমাগম হয়নি। এরপর সভা না করেই তিনি যান খড়গপুরে। রেল শহরে একটি চা চক্রে যোগ দেন নাড্ডা। ছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষও। কিন্তু কর্মী-সমর্থক থাকলেও, ছিল না আমজনতা। শুধু তাই নয়, অন্যান্য বিজেপি বেশিরভাগ নেতার সভায় ভিড় ক্রমশই তলানিতে।

কিন্তু কেন এমন হচ্ছে? রাজনৈতিক মহলের মতে, নিজেদের ভোট প্রচারে রূপরেখা সাজাতে পারেনি বিজেপি। বিভিন্ন সভাতে তারা শুধুমাত্র তৃণমূলকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। কিন্তু বাংলার মানুষের জন্য কী ভাবছে? ক্ষমতায় এলে তাদের উন্নয়ন নিয়ে কী করবে তা নিয়ে একটি শব্দ খরচ করছে না।

অপরদিকে, তৃণমূল সুপ্রিমো সহ অন্যান্য নেতা-নেত্রীদের ভাষণে রাজ্যের উন্নয়নমূলকের খতিয়ান তুলে ধরা হচ্ছে আমজনতার আশঙ্কা, বিজেপি ক্ষমতায় এলে তৃণমূল সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলি বন্ধ করে দেবে। তাতে আখেরে ক্ষতি তাঁদেরই। পাশাপাশি, পেট্রোপণ্য-জ্বালানির দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তার প্রভাব পড়ছে অন্যান্য সব পণ্যে। রাজনৈতিক মহলের মতে, এর জেরেই জনসমর্থন হারাচ্ছে বিজেপি। যা চিন্তার ভাঁজ ফেলেছে পদ্ম শিবিরের নেতৃত্বে কপাল।

আরও পড়ুন:করোনা-কারনে প্রয়াত রাজীব কাপুরের শ্রাদ্ধ-অনুষ্ঠান বাতিল

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version