করোনা-কারনে প্রয়াত রাজীব কাপুরের শ্রাদ্ধ-অনুষ্ঠান বাতিল

অতিমারী কোভিডের কারণে বাতিল করা হল অভিনেতা রাজীব কাপুরের ( Rajiv Kapoor) চৌথা (Chautha) বা শ্রাদ্ধ অনুষ্ঠান ৷

ইনস্টাগ্রামে এমনই জানালেন কাপুর পরিবারের তরফে প্রয়াত ঋষি কাপুরের স্ত্রী নীতু কাপুর (Neetu Kapoor)।

রাজীব কাপুরের ছবি শেয়ার করে নীতু লিখেছেন, মহামারীর সময়ে প্রত্যেকে যাতে নিরাপদ থাকেন, সে কারণেই রাজীব কাপুরের শ্রাদ্ধের অনুষ্ঠান বাতিল করা হল। পাশাপাশি, রাজীবের আত্মা যাতে শান্তি পান, তার প্রার্থনাও করেন নীতু। শোক বার্তায় তিনি বলেছেন, রাজীবের মৃত্যুতে যে ক্ষতি হয়েছে, রাজ কাপুর- পরিবার তা পূরণ করতে পারবে না৷


প্রসঙ্গত, ৯ ফেব্রুয়ারি হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন ‘রাম তেরি গঙ্গা মইলি’-র নায়ক রাজীব কাপুর। তাঁকে চেম্বুরের এক হাসপাতালে ভর্তি করা হলেও শেষরক্ষা হয়নি। মঙ্গলবার দুপুরেই তিনি প্রয়াত হন৷ প্রয়াত এই অভিনেতা বলিউডে তেমন সুবিধা করতে পারেননি৷ দাম্পত্য জীবনেও সফল হননি৷ একাই থাকতেন৷ মৃত্যুর আগের দিন বন্ধুদের হোয়াটস অ্যাপ গ্রুপে কথা বলার সময়ই অসুস্থ হয়ে পড়েন তিনি৷ সেই অসুস্থতাতেই থেমে যায় তাঁর পার্থিব জীবনের পথচলা৷

আরও পড়ুন:Uttarakhand Glacier Burst : মৃত বেড়ে ৩২, খোঁজ মিলছে না ২০৬ জনের