Sunday, November 9, 2025

তুষারধসের পর বিধ্বস্ত উত্তরাখণ্ড। মৃত্যু মিছিল অব্যাহত। মৃতের সংখ্যা বেড়ে হল ৩২। বুধবার সকাল পর্যন্ত পাওয়া খবরে সরকারি সূত্রে জানা যাচ্ছে, এখনও নিখোঁজ ২০৬ জন। যাঁদের খোঁজ মিলছে না তাঁদের মধ্যে ২৫-৩৫ জন তপোবন সুড়ঙ্গের মধ্যে আটকে রয়েছেন।

উল্লেখ্য, রবিবার চামোলি জেলার যোশীমঠের তপোবনে নন্দাদেবী হিমবাহে ধস নামে। অলকানন্দা নদীতে ঋষিগঙ্গা বাঁধ ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নদী তীরবর্তী গ্রামগুলি প্লাবিত হয়েছে। ধৌলিগঙ্গা এলাকায় রেনি গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ঋষিগঙ্গা বিদ্যুৎ প্রকল্পও।

এখনও যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চলছে সেখানে। রবিবার থেকেই উদ্ধারকাজ চালাচ্ছে এসডিআরএফ, ইন্দো-টিবেটিয়ান বর্ডার পুলিশের এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। শুধু তাই নয়, ভারতীয় সেনার একটি বড় দলও মোতায়েন করা হয়েছে। সূত্রের খবর, নিখোঁজদের পরিজনদের যোগাযোগের জন্য নম্বর চালু করেছে উত্তরাখণ্ড পুলিশ। DIG-র সঙ্গে এই নম্বরে ৯১ ৭৫০০০১৬৬৬৬ যোগাযোগ করতে পারেন। অন্যদিকে, এখনও পর্যন্ত উদ্ধার হওয়া ২৪ জনের দেহ চিহ্নিত করতে পারেনি পুলিশ। চিহ্নিতকরণের জন্য ওই দেহগুলির ছবি হোয়াটসঅ্যাপে পাঠাবে পুলিশ।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র রাওয়াত মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন। আরও ২ লাখ টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গুরুতর জখমদেরও ৫০ হাজার টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন মোদি।

আরও পড়ুন-কৃষক আন্দোলনকে সমর্থন করে চাপে টুইটার, আইনকে হাতিয়ার কেন্দ্রের

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version