অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডে স্ট্রেট সেটে জয় নাদালের

অস্ট্রেলিয়ান ওপেনের( Australian open) প্রথম রাউন্ডে দুরন্ত জয় পেলেন রাফায়েল নাদাল( rafael nadal) । প্রথম রাউন্ডে তিনি হারালেন সার্বিয়ার লাসলো দেরে-কে। ম‍্যাচের ফলাফল ৬-৩, ৬-৪, ৬-১ ।

ম‍্যাচের পর নাদাল বলেন,” গত à§§à§« দিন আমার খুব কঠিন গিয়েছে। তাই এ দিন আমাকে ম্যাচে টিকে থাকতেই হত। সেটাই করেছি। দ্বিতীয় রাউন্ডে উঠে ভাল লাগছে। স্ট্রেট সেটে জয়টাই লক্ষ্য ছিল।”

এদিকে ভারতীয় সমর্থকদের হতাশ করে প্রথম রাউন্ডে ছিটকে গিয়েছেন সুমিত নাগাল। সুমিত খেলেন লিথুয়ানিয়ার রিকার্ডাস বেরানকিসের সঙ্গে। ম‍্যাচের ফলাফল ২-৬, ৫-৭, ৩-৬।

আরও পড়ুন:চেন্নাই টেস্টের বলের গুণমান নিয়ে প্রশ্ন তুললেন বিরাট, অশ্বিন