Wednesday, December 17, 2025

শারীরিক কারণে প্রার্থী হবেন না, চিঠি লিখে দলনেত্রীকে জানালেন বর্ধমানের রবিরঞ্জন

Date:

বর্ধমানে প্রাক্তন শিল্পমন্ত্রী নিরুপম সেনকে তিনি হারিয়েছিলেন পরিবর্তনের ভোটে৷ একুশের নির্বাচনে আর প্রার্থী হতে নারাজ রাজ্যের প্রাক্তন এই মন্ত্রী৷

২০১১ সালে বর্ধমান- দক্ষিণ বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী ছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত প্রধান অধ্যাপক রবিরঞ্জন চট্টোপাধ্যায় (Rabiranjan Chatterjee) ৷ হেলায় পরাজিত করেছিলেন ডাকসাইটে নিরুপম সেনকে (Nirupam Sen)৷

এবার তিনি আর ভোটে লড়তে চান না৷ সেকথা রবিরঞ্জনবাবু তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে জানিয়েও দিয়েছেন। বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্যায় বুধবার সকালে টুইট করে তাঁর এই না দাঁড়ানোর কথা ঘোষণাও করে দিয়েছেন। মঙ্গলবার ‘মাটি উৎসব’-এ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে দেখাও যায়নি প্রাক্তন এই ক্যাবিনেট মন্ত্রীকে৷ এদিনের টুইটে রবিরঞ্জন চট্টোপাধ্যায় লিখেছেন,
“আগামী বিধানসভা নির্বাচনে আমার বয়স ও শারীরিক কারণে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছি। দলনেত্রীকে এই বার্তা পাঠিয়ে দিয়েছি। আমার প্রিয় বর্ধমানবাসীকে ধন্যবাদ জানাই ও তাঁদের কল্যাণ কামনা করি।” টুইটের সঙ্গে দলনেত্রীকে পাঠানো চিঠিও যুক্ত করেছেন তিনি৷ গত ৩০ জানুয়ারি রবিবাবু মুখ্যমন্ত্রীকে এই চিঠি দিয়েছেন৷ ২০১১ সালের প্রথম মমতা সরকারে রবিরঞ্জনবাবু কারিগরি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন৷ তবে ২০১৬-র মন্ত্রিসভায় তাঁর স্থান হয়নি। এখন তিনি বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারম্যান রয়েছেন।

বর্ধমান শহরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ইদানিং তৃণমূল নেতৃত্বের মাথাব্যথার কারন হয়ে দাঁড়িয়েছে৷ দলের দু’গোষ্ঠীর কর্মসূচি আর পাল্টা কর্মসূচিতে বিভ্রান্ত কর্মী-সমর্থকরা৷ এই পরিস্থিতিতে রবিবাবু আর ভোটে লড়তে ইচ্ছুক নন৷ তাছাড়া তাঁর বয়সও হয়েছে৷ সব মিলিয়েই রবিরঞ্জন চট্টোপাধ্যায় একুশের নির্বাচনে আর না লড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলেই রাজনৈতিক মহলের ধারনা৷

আরও পড়ুন-আব্বাসের সঙ্গে কং-বাম সমঝোতা প্রায় বিশ বাঁও জলে

Related articles

ব্যবসায়ী সম্মেলন: ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সমস্যা-সম্ভাবনা নিয়ে আলোচনায় মুখ্যমন্ত্রী 

ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগী ও ব্যবসায়ীদের সুবিধা-অসুবিধা নিয়ে সরাসরি আলোচনায় বসতে চলেছে রাজ্য। নবান্ন সূত্রে জানা গিয়েছে,...

অস্ট্রেলিয়ায় ইহুদি উৎসবে হামলা চালানো ‘বাবা’ ভারতীয়! জানালো তেলেঙ্গানা পুলিশ

সিডনির বন্ডি বিচে (Bondi Beach) ইহুদিদের হানুক্কা উৎসবে এলোপাথাড়ি গুলিতে অন্তত ১৫ জনের মৃত্যু। এরপরেই শুরু হয় বন্দুকবাজদের...

যুবভারতীর ঘটনার জন্য দায়ী মেসি! বিশৃঙ্খলা নিয়ে বিস্ফোরক গাভাসকর

গত শনিবার যুবভারতীতে মেসি ইভেন্টে নজিরবিহীন বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এই ঘটনা নিয়ে নানা মুণির নানা মত। এবার বিষয়টি...

সেলিম হলেন ব্রাহ্মণ! ভোটার তালিকায় CPIM সম্পাদকের পরিচয়ে ভুল, কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশন প্রকাশিত খসড়া ভোটার তালিকায় হাজারো ভুল। সঠিক তালিকা প্রকাশের তাড়াহুড়োয় উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপিয়েই খালাস...
Exit mobile version