চেন্নাই টেস্টের বলের গুণমান নিয়ে প্রশ্ন তুললেন বিরাট, অশ্বিন

চেন্নাইয়ের প্রথম টেস্ট হারের পর, বলের গুণমান নিয়ে প্রশ্ন তুললেন ভারত অধিনায়ক ( indian captain ) বিরাট কোহলি( virat kohli) এবং আর অশ্বিন ( R.Ashwin)। মঙ্গলবার ইংল‍্যান্ডের বিরুদ্ধে ভারতের হারের পর, ম‍্যাচের বল নিয়ে প্রশ্ন তুললেন বিরাট।

এদিন ম‍্যাচের পর বিরাট বলেন,” পিচ পাটা ছিল। চেন্নাইয়ের পিচ ছিল ধীরগতির। সেখানে বলের যে অবস্থা দাঁড়িয়েছিল সেটা দেখে আমরা খুশি হইনি। ৬০ ওভারের মধ্যে যদি বলের সেলাই পুরোপুরি উঠে যায়, সেটা একটা টেস্ট দলের পক্ষে মোটেও ভাল নয়। এর জন্য আমরা প্রস্তুতও ছিলাম না।”

একই কথা বলতে শোনা গেল,” এ ভাবে বলের সেলাই ছিঁড়ে যেতে আগে কোনওদিন দেখিনি। এতেই বোঝা যাচ্ছে প্রথম দু’দিন পিচ কতটা শক্ত ছিল। দ্বিতীয় ইনিংসে à§©à§«-৪০ ওভারের মাথায় বলের সেলাই উঠে আসছিল। গত কয়েক বছরে এ রকম এসজি বল দেখিনি।”

বল নির্মাতাদের তরফে বলা হয়েছে,” বল নিয়ে যে ক্রিকেটারদের অভিযোগ সেটা শোনা হবে। চেন্নাইয়ের উইকেট শক্ত থাকলেও যাতে বলের সেলাই না ছেঁড়ে, সেটা আমরা নিশ্চিত করব।”

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস