Wednesday, December 17, 2025

জোট আলোচনার আগেই মান্নান সাক্ষাৎ এড়ালেন আব্বাস, জল্পনা তুঙ্গে

Date:

জোট জটিলতা কাটছে না কোনওভাবে। বঙ্গ নির্বাচনে বাম কংগ্রেস এক হলেও কে কোথায় প্রার্থী দেবে তা নিয়ে জারি রয়েছে জোর সংঘাত। অবশ্য তারই মাঝে জোট আলোচনা আরো জোরদার ধাক্কা খেলো। রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নানের সঙ্গে বৈঠক এড়িয়ে গেলেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতা আব্বাস সিদ্দিকি।‌মঙ্গলবার তার সঙ্গে কথা বলতে ফুরফুরাশরিফ গিয়েছিলেন মান্নান। যদিও সেই সময় বাড়ি ছিলেন না তিনি। ‌অবশ্য আব্বাস সিদ্দিকের সঙ্গে কথা না হলেও তা বসের ছোট ভাইয়ের সঙ্গে কথা বলে এসেছেন মান্নান।

রাজ্যের শাসক দলকে টক্কর দিতে এবারও জোট বেঁধে করার সিদ্ধান্ত নিয়েছে বাম কংগ্রেস। তবে তিন দফায় বাম ও কংগ্রেস মুখোমুখি বৈঠক করলেও সমস্যা সম্পূর্ণ সমাধান হয়নি। আলিমুদ্দিনের তাদের এই বৈঠকের ২৩০টি আসলে রফা হয়েছে বলে জানিয়েছে দু’পক্ষ। যদিও একাধিক আসনে জটিলতা থেকে গিয়েছে এখনও। এমন অবস্থায় এই দুই দলের পরবর্তী বৈঠক কবে হবে তা এখনো ঠিক হয়নি। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী অবশ্য বামেদের জানিয়েছেন সংসদের অধিবেশন শেষ হওয়ার পর পরবর্তী বৈঠক হবে। ফলে ১৩ তারিখ অধিবেশন শেষ হচ্ছে। এরপর আগামী ১৬ তারিখ বাম কংগ্রেস বৈঠক হচ্ছে বলে অনুমান করা হচ্ছে।

আরও পড়ুন:দেশে ‘সংখ্যালঘু’-র সংজ্ঞা কী? নোটিশ পাঠিয়ে কেন্দ্রের বক্তব্য তলব সুপ্রিম কোর্টের

বাম কংগ্রেসের সেই বৈঠকের আগেই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতা আব্বাস সিদ্দিকীর সঙ্গে কথাবার্তা বলে সমস্যা সমাধান চাইছিল বাম-কংগ্রেস দুই দল। এদিকে আসন্ন নির্বাচনকে মাথায় রেখে জোটে আমি হতে চেয়েছিল আব্বাস সিদ্দিকী বিমান বসুকে চিঠিও লেখেন তিনি। যদিও কংগ্রেসকে কোন চিঠি না দেওয়ায় মনঃক্ষুণ্ণ হন অধীর রঞ্জন চৌধুরী। রবিবারের বৈঠকে আব্বাস সিদ্দিকীর প্রসঙ্গ উঠলে এ বিষয়ে কোনও কথা বলতে চাননি অধীর। যদিও আব্বাসের সঙ্গে একাধিকবার সাক্ষাৎ করেছেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান। মঙ্গলবার সেই আব্বাস কোন দিকে যেতে চায় তার একটি ধারণা তৈরি করতে ফুরফুরা শরীফের গিয়েছিলেন তিনি। তবে শেষপর্যন্ত মান্নানের সঙ্গে সাক্ষাত করলেন না আব্বাস। সূত্রের খবর এই ঘটনায় মান্নান রীতিমতো ক্ষুব্ধ হয়েছেন, এবার জোট আলোচনায় এর প্রভাব কতখানি পড়বে সেটাই দেখার।

Related articles

ব্যবসায়ী সম্মেলন: ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সমস্যা-সম্ভাবনা নিয়ে আলোচনায় মুখ্যমন্ত্রী 

ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগী ও ব্যবসায়ীদের সুবিধা-অসুবিধা নিয়ে সরাসরি আলোচনায় বসতে চলেছে রাজ্য। নবান্ন সূত্রে জানা গিয়েছে,...

অস্ট্রেলিয়ায় ইহুদি উৎসবে হামলা চালানো ‘বাবা’ ভারতীয়! জানালো তেলেঙ্গানা পুলিশ

সিডনির বন্ডি বিচে (Bondi Beach) ইহুদিদের হানুক্কা উৎসবে এলোপাথাড়ি গুলিতে অন্তত ১৫ জনের মৃত্যু। এরপরেই শুরু হয় বন্দুকবাজদের...

যুবভারতীর ঘটনার জন্য দায়ী মেসি! বিশৃঙ্খলা নিয়ে বিস্ফোরক গাভাসকর

গত শনিবার যুবভারতীতে মেসি ইভেন্টে নজিরবিহীন বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এই ঘটনা নিয়ে নানা মুণির নানা মত। এবার বিষয়টি...

সেলিম হলেন ব্রাহ্মণ! ভোটার তালিকায় CPIM সম্পাদকের পরিচয়ে ভুল, কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশন প্রকাশিত খসড়া ভোটার তালিকায় হাজারো ভুল। সঠিক তালিকা প্রকাশের তাড়াহুড়োয় উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপিয়েই খালাস...
Exit mobile version