চেন্নাইয়ে দ্বিতীয় টেস্টে( chennai 2nd test) পাওয়া যাবে ভারতীয় ( indian) বোলার রবীচন্দ্র অশ্বিনকে ( R Ashwin)। বৃহস্পতিবার এমনটাই জানাল ভারতীয় বোর্ড ( bccci)। অশ্বিনের চোট অতটা গুরত্বর নয় বলে জানাল বিসিসিআই ।

চেন্নাইয়ে প্রথম টেস্টে ব্যাট করার সময় আঘাত পান অশ্বিন। জোফ্রা আর্চারের বলে আঘাত পান তিনি। মনে করা হচ্ছিল হয়তো চেন্নাইতে দ্বিতীয় টেস্টে পাওয়া যাবে না অশ্বিনকে। কিন্তু বৃহস্পতিবার বোর্ডের তরফ থেকে বলা হয় দ্বিতীয় টেস্টে নামবেন অশ্বিন। এরপরই স্বস্তি ফেরে ভারত অধিনায়ক বিরাট কোহলির (virat kohli)।

অন্যদিকে সুস্থ হয়ে উঠেছেন অক্ষর পটেল। কুলদীপ যাদবকে দলে নেওয়ার পক্ষে প্রাক্তন ক্রিকেটাররা মত দিলেও, শাহবাজ নাদিমের বদলে অক্ষর পটেলকেই খেলতে দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে। দ্বিতীয় টেস্টে আগে দলে বেশ কিছু পরিবর্তন হবে বলেই মনে করছে ক্রিকেট বিশ্ব।

আরও পড়ুন:মুম্বই দল থেকে বাদ পড়লেন অর্জুন
